Ultraviolet UV রশ্মি যা COVID-19 এর মত ক্ষতিকর ভাইরাস নিয়ন্ত্রণ করতে পারে

প্রথমত তিন রকমের আল্ট্রাভায়োলেট রশ্মি বা UV রশ্মি রয়েছে। এদের মধ্যে UV C(Ultraviolet type C) এর তরঙ্গদৈর্ঘ্য অতিক্ষুদ্র (২০৭-২২২ ন্যানোমিটার) এবং UV C এর রয়েছে ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করার শক্তিশালী ক্ষমতা। তাছাড়া পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াতেও এর ব্যবহার হয়।

সম্প্রতি এটি প্রমাণ হয়েছে যে স্তন্যপায়ী প্রানির স্কিনের কোন ক্ষতি ছাড়াই UV C Drug Resistance (যে সকল ব্যাকটেরিয়া বা ভাইরাস ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয় অথবা নষ্ট করে) তাদের ধ্বংস করতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (H1N1) ধ্বংস করতেও এর ব্যবহার করা হয়। এই UV C ব্যবহারের মাধ্যমে গবেষণায় দেখা গেছে- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধ্বংস এবং বিস্তার রোধ করতে ক্ষেত্রে 95 ভাগ সফল এবং কার্যকর। তাই বর্তমানে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর মত ভাইরাসকে ধ্বংস করতে UV C রশ্মি  নিয়ে ব্যাপক গবেষণা এবং পরীক্ষা শুরু হয়েছে।

 

কিভাবে UV C কাজ করে:

UV C রশ্মি প্রথমত ভাইরাসের ডিএনএ রেপ্লিকেশন হওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। তাই ভাইরাস নতুন করে সৃষ্টি হতে পারে না এবং আক্রান্ত করতে পারে না।

বর্তমানে চায়না বিভিন্ন বাস হসপিটাল এবং গুরুত্বপূর্ণ এরিয়াতে UV C লাইটের ব্যবস্থা করেছে যা বিভিন্ন ক্ষুদ্র ভাইরাস ব্যাকটেরিয়া কে ধ্বংস করে।

 

Level 1

আমি এস এম মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Bsc in EEE


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস