বর্তমান বিশ্বের একটি কমন সমস্যা হল ফেইসবুক হ্যাকিং আপনারা অনেকেই ফেইসবুক হ্যাকিং এর শিকার হয়েছেন। আজকে আপনাদেরকে জানাব ফেসবুক হ্যাকারদের অজানা ১০ টি ফেইসবুক হ্যাকিং মেথড সর্ম্পকে, চলুন দেখে যাক-
নকল ফেসবুক লাইট কি? উত্তর: হুবহু ফেসবুক লাইট অ্যাপস এর মত দেখতে অথবা ফেসবুকে লাইট এর মুড হ্যাকিং ভার্সন, হ্যাকার দের তৈরী বিশেষ হ্যাকিং অ্যাপস হলো নকল ফেসবুক লাইট। কোন ব্যাক্তি নকল ফেসবুক লাইটে লগিন করলে তার User Name – Email – Phone Number এবং Password হ্যাকারদের কাছে সাথে সাথে চলে যায়।
* হুবহু ফেসবুক লাইটের মত দেখতে (ফেসবুক অরজিনাল লাইট এর মুড হ্যাকিং ভার্সন)
* কোন ব্যাক্তি নকল ফেসবুক লাইটে লগিন করলে SMS বা Email বা Data বেজ মাধ্যমে হ্যাকার পাসওয়ার্ড পেয়ে যায়।
প্রথম প্রথম ফেইসবুক ফিশিং পেজ দিয়ে ফেইসবুক হ্যাকাররা অ্যাকাউন্ট হ্যাক করত। কিন্তু সময়ের সাথে সাথে সবাই প্রায় জেনে গেছে এই ফেইসবুক ফিশিং পেজ দিয়ে হ্যাকিংয়ের বিষয়টি। তাই এখন একটু আলাদা ভাবে চলছে ফেইসবুক হ্যাকিং ফিশিং পেজ এর Web URL ব্যবহার করে অথবা প্রোগ্রামিং করে এন্ড্রয়েড মোবাইলের জন্য ফিসিং অ্যাপ্লিকেশন তৈরি করতেছে যা অনেকটা ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন মতই। কেন না ফেসবুক লগিং পেজ দেখতে ঠিক যেইরকম, এই অ্যাপটিও ঠিক তেমনি দেখতে। হ্যাকাররা ফেসবুক হ্যাকিং এর দারুণ মাধ্যমে হিসেবে এই উপায় টি দিয়েই অনেকে হ্যাকিং এ সফল। কোন না একটি ফেসবুক এর মত নকল অ্যাপস বানানোও খুব সহজ এবং তা দিয়ে কলেজ/ইউনিভারসিটির সব ফ্রেন্ড দের আইডি হ্যাকিং খুবেই সহজ।
এটি পুরাতন পদ্ধতি। ফেসবুক এর মত হুবহু দেখতে নকল সাইট এই ফিসিং সাইট। এই ধরনের নকল সাইটে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগিন করলে তা Email বা অন্য উপায়ে হ্যাকার এর কাছে চলে যায়।
Facebook.com ব্যাতিত অন্য কোন সাইটে ফেসবুক পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন
Spy App আপনার মোবাইল এ কোন রকম একবার ইনেস্টল করে দিলেই হাইড হয়ে যায় এবং আপনার অজান্তেই SMS, Gmail, Facebook এর সব তথ্য পাচার করে দেয় হ্যাকার এর কাছে। আপনার মোবাইল এ যে SMS আসবে তা হ্যাকার Spy App এর মাধ্যমে সহজেই বের করতে পাবে। তার মানে আপনার ফেসবুক পাসওয়ার্ড রিয়েস্টার দিয়ে কোড সংগ্রহ সহজ এবং ID হ্যাকিং হবেই।
অবশিষ্ট অংশগুলি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমি আবু বকর মাসুম। Branch Director with Trainer, BCE Computer (A Project of NIJUS), Dinajpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
Hi guys, This is Abu Bakar Masum, Branch Director with Trainer of BCE Computer and Online Digital marketer with YouTuber “যাদের কেউ নেই তাদের অনলাইন আছে”
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে।
কারণ:
করণীয়:
টেকটিউনস টিউন গাইডলাইন মেনে নিচে দেওয়া তথ্য মোতাবেক টিউন করুন।
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।