দুর্দান্ত সব ফিচার নিয়ে অফিশিয়ালি রিলিজ হয়েছে MIUI 12!

অবশেষে ২৭ এপ্রিল চীনে অফিসিয়ালি রিলিজ হয়েছে শাওমির নিজস্ব কাস্টম সফটওয়্যার স্কিন MIUI’র লেটেস্ট ভার্সন MIUI 12। লঞ্চ ইভেন্টে শাওমি জানিয়েছে, গ্লোবালি ৩১০ মিলিয়ন মান্থলি একটিভ ইউজার ব্যবহার করছে MIUI ইউজার ইন্টারফেস। শাওমির দাবি, সফটওয়্যার কিংবা ইউআই হচ্ছে, স্মার্টফোনের প্রাণ, কোনো কোনো ক্ষত্রে হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যারের গুরুত্ব বেশি। নতুন MIUI ভার্সনে যোগ হয়েছে নতুন ডিজাইন, অতিরিক্ত সুরক্ষা, নতুন অ্যানিমেশন ও নতুন লাইভ ওয়ালপেপার। আপডেটের পরে একাধিক উনিন্ডোতে মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতায় উন্নতি হয়েছে। জুন থেকে বিভিন্ন Xiaomi ডিভাইসে এই আপডেট পৌঁছতে শুরু করবে।

MIUI 12

নতুন ইউজার ইন্টারফেস

MIUI 12-এ ইউজার ইন্টারফেসে নতুন ডিজাইন ব্যবহার হয়েছে। আপডেটের পরে ইউজার ইন্টারফেসে লেখার মধ্যে দূরত্ব বাড়বে। ফলে পড়তে সুবিধা হবে। এছাড়াও লেখার সঙ্গে প্রাসঙ্গিত গ্রাফিক্স যোগ হয়েছে। আপডেটের পরে যোগ হচ্ছে Android 10 নেভিগেশন জেসচার।

MIUI 12 ইন্টারফেসে যোগ হয়েছে একাধিক নতুন গ্রাফিক্স

এছাড়াও MIUI 12-এ একাধিক নতুন লাইভ ওয়ালপেপার নিয়ে এসেছে Xiaomi। এই লাইভ ওয়ালপেপারে প্রথমে দূর থেকে মঙ্গল গ্রহ দেখা যাবে। ফোন আনলক করলেই মঙ্গলপৃষ্ঠে জুম হবে। ডার্ক মোডে রাতের আলোতে মঙ্গলগ্রহ দেখা যাবে।

ezgifcom optimize 2 MIUI 12
MIUI 12 লাইভ ওয়ালপেপার

এছাড়াও যোগ হয়েছে মাল্টি উইন্ডো ফ্লোটিং চ্যাট।

নতুন প্রাইভেসি ফিচার

Xiaomi জানিয়েছে Android-এর বর্ধিত সুরক্ষা পরীক্ষায় পাশ করেছে MIUI 12। ফ্লেয়ার নামে একটি নতুন ট্যাবে সব অ্যাপ পার্মিশন এক ঝলকে দেখে নেওয়া যাবে। কোন অ্যাপ ক্যামীরা অথবা জিপিএস ব্যবহার শুরু করলে গ্রাহককে সতর্ক করা হবে। এছাড়াও নতুন মাস্ক ফিচারে কোন অ্যাপকে আইএমইআই, ক্যালেন্ডার, কল লগ সহ ব্যক্তিগত তথ্য দেখতে দেবে না MIUI 12।

MIUI 12 নতুন ফিচার্স

  • এমআইইউআই লাইট কন মোশন
  • কালার মিক্সিং, রিয়াল টাইম-ব্লার এফেক্ট
  • লেয়ার্ড ডায়নামিক আইকন
  • নতুন ক্যামেরা ইউআই
  • সুপার ওয়ালপেপার
  • এনহ্যান্সড প্রাইভেসি প্রটেকশন
  • মাল্টিটাস্কিং (পিকচার ইন পিকচার) মোড
  • এআই ফোন এসিস্ট্যান্ট
  • এমআইইউআই ১২ হেলথ
  • নতুন থিম (অলওয়েজ অন ডিসপ্লে – সাপর্টেড)
  • ডার্ক মোড ২.০
  • গ্লোবাল ফ্রি উইন্ডো

MIUI 12 সাপোর্টেড ডিভাইজ

১ম ব্যাচ (জুনের শেষের দিকে)

  • Mi 10
  • Mi 10 Pro
  • Mi 10 Youth Edition
  • Mi 9 Pro 5G
  • Mi 9
  • Redmi K30 Pro/ K30 Pro Zoom
  • Redmi K30 5G/ 4G
  • Redmi K20 Pro/ K20 Pro Premium Edition
  • Redmi K20

২য় ব্যাচ

  • Mi Mix 3
  • Mi Mix 2S
  • Mi CC9 Pro
  • Mi CC9 Meitu Edition
  • Mi9 SE
  • Mi 8 Transparent Edition
  • Redmi Note 8 Pro
  • Redmi Note 7 Pro
  • Redmi Note 7

৩য় ব্যাচ

  • Mi CC9e
  • Mi Note 3
  • Mi Max 3
  • Mi 8 Youth Edition
  • Mi 8 SE
  • Mi Mix 2
  • Mi 6X
  • Redmi Note 8
  • Redmi 8
  • Redmi 8A
  • Redmi 7
  • Redmi 7A
  • Redmi 6 Pro
  • Redmi 6
  • Redmi 6A
  • Redmi Note 5
  • Redmi S2

প্রথম বাচের স্মার্টফোনগুলোতে চলতি বছরের জুনের শেষের দিকে পৌঁছাতে MIUI 12 আপডেট। তছাড়া কভিড-১৯ প্যান্ডেমিকের কারণে গ্লোবালি কিছু  পেছাতে পারে MIUI 12 আপডেট।

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!

আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!

Level 2

আমি শাহ্‌নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস