২৭ এপ্রিল রিলিজ হবে Redmi Pad 5G!

প্রকাশিত
জোসস করেছেন

প্রথমবারের মতো সাব-ব্র্যান্ড রেডমির অধীনে ট্যাবলেট বাজারে আনতে যাচ্ছে চাইনিজ টেক জায়ান্ট শাওমি। গত বছর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ট্যাবলেট বাজারে না এলেও চলতি বছর রেডমি ব্র্যান্ডেড ট্যাবলেট রিলিজ করবে শাওমি। বিভিন্ন সূত্র অনুযায়ী, চলতি বছর ২৭ শে এপ্রিল চায়নায় রিলিজ হতে পারে রেডমির প্রথম ট্যাবলেট Redmi Pad 5G, তবে এখনো এ বিষয়ে অফিসিয়াল কিছু জানায়নি রেডমি কিংবা শাওমি কর্তৃপক্ষ।

অফিশিয়াল কনফার্মেশনের আসার আগেই ইতোমধ্যে অনলাইনে লিক হয়েছে রেডমির আপকামিং এই ট্যাবলেটটির স্পেসিফিকেশন ও রেন্ডার ইমেজ। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, Redmi Pad 5G’র সবচেয়ে বড় আকর্ষণ এর বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০হার্জ রিফ্রেশ রেট প্যানেল, তবে ট্যাবলেটটিতে কত ইঞ্চি স্ক্রিন থাকবে তা এখনো জানা যায়নি। চিপসেট হিসেবে Redmi Pad 5G’তে থাকবে কোয়ালকমের মিড-রেঞ্জ ৫জি প্রসেসর ‘স্ন্যাপড্রাগন ৭৬৫জি’।

Redmi Note 9 Pro/ 9S Honest Review After 20 Days of Usage | জাতীয় ফোন ২০২০?

ট্যাবলেট হিসেবে ডিভাইজটির ক্যামেরার দিকে কোনরকম ছাড় দেয়নি শাওমি। Redmi Pad 5G’র রিয়ারে থাকছে সনির সেন্সর যুক্ত ৪৮ মেগাপিক্সেল শুটারমেরা, যা মেগাপিক্সেলের দিক থেকে কোন ট্যাবলেটে ব্যবহৃত সবচেয়ে হাইয়েস্ট রেজুলেশন ক্যামেরা। এছাড়া ট্যাবলেটতে আরও থাকবে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন, তবে ডিভাইজটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে আপাতত কোনো তথ্য পাওয়া যায়নি।

চলতি মাসেই ২৭শে এপ্রিল চীনে, Xiaomi Mi Note 10 Lite ও MIUI 12 পাশাপাশি একই ইভেন্টে সারপ্রাইজ হিসেবে Redmi Pad 5G অ্যানাউন্স করতে পারে শাওমি। ধারণা করা হচ্ছে চায়নার বাজারে রেডমির এই ট্যাবলেটটির বেইজ ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হতে পারে ১, ৯৯৯ ইউয়ান যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৪, ০০০ টাকা।

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!

আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!

Level 2

আমি শাহ্‌নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস