৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরী করবে স্যামসাং!

বিশ্বের শীর্ষ স্থানীয় ক্যামেরা সেন্সর ডেভেলপমেন্ট ও মেনুফেকচারিং প্রতিষ্ঠান স্যামসাং গত বছর সর্বপ্রথম বাজারে এসেছিলো যথাক্রমে মেগাপিক্সেল দিক থেকে সর্ববৃহৎ ক্যামেরা সেন্সর ৪৮ মেগাপিক্সেল, ৬৪ মেগাপিক্সেল, এবং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। গুঞ্জন রয়েছে চলতি বছরও বাজারে আসবে ১০৮ মেগাপিক্সেলের চেয়েও বড়, ১৪৪ ও ১৯২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

তবে সকল জল্পনা-কল্পনা জাপিয়ে স্যামসাং নিশ্চিত করেছে যে, তারা আগামীতে বাজারে আনবে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে স্যামসাং সেন্সর বিজনেস ডিপার্মেন্টের প্রধান ‘ইয়ানগিন পার্ক’ জানিয়েছেন, “আগামীতে স্মার্টফোনের জন্য ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বাজারে আনবে স্যামসাং, যা ছবিতে মানুষের চোখের চেয়েও বেশি ডিটেইল দিবে”।

itel Vision 1 Full Review In Bangla গরীবের আইফোন?!

ইয়ানগিন পার্ক’ বলেছেন, “মানুষের চোখ যা দেখতে পারে তা, রেজ্যুলেশনের সাথে তুলনা করলে ৫০০ মেগাপিক্সেল হবে। কিন্তু আমাদের দক্ষ ও পরিশ্রমী টিম এমন একটি ক্যামেরা সেন্সর তৈরী করছে, যা মানুষের চোখের চেয়েও বেশি দেখতে পারে। আমাদের বিশ্বাস, আমাদের এই ৬০০ মেগাপিক্সেল সেন্সরটি স্মার্টফোন ফোটোগ্রাফিতে এক বৈপবিক পরিবর্তন আনবে”।

উল্লেখ্য, স্যামসাংয়ের Galaxy S20 Ultra’তে ব্যবহৃত ১০৮ মেগাপিক্সেল সেন্সরটি মূলত ২৭ মেগাপিক্সেলের ছবি তুলে পিক্সেল বাইনিংয়ের সাহায্যে হাই রেজ্যুলেশন ছবি প্রোডিউজ করে থাকে। আইসসেল ব্রাইট এইচএম১ বিশিষ্ট এই সেন্সরটির ০.৮ মাইক্রন পিক্সেল সাইজের। এ বিষয়ে স্যামসাং কতৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ইমপ্লিমেন্ট করা একটি খুবই বড় চ্যালেঞ্জিং কাজ হবে ডেভেলপারদের জন্য। এছাড়া কবে নাগাদ এই সেন্সরটি বাজারে আসবে তা এখনো নিশ্চিত করেনি স্যামসাং।

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!

আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!

Level 2

আমি শাহ্‌নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস