২০১৭ সালের iPhone 8’র আদলে iPhone 11 সিরিজে ব্যবহৃত A13 Bionic চিপসেটের সাথে গত ১৫ এপ্রিল ‘iPhone SE 2020’ (কম্প্যাক্ট আইফোন) বাজারে এনেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রে ‘iPhone SE 2020’র দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৯ ডলার (৩৪, ০০০ টাকা)। ‘iPhone SE 2020’র রেশ কাটতে না কাটতেই এবার গুঞ্জন শোনা যাচ্ছে “SE” সিরিজের পরবর্তী সংস্করণ ‘iPhone SE Plus’ নিয়ে।
নির্ভরযোগ্য টিপ্সটার ও ইউটিউবার ‘জন প্রসের’ টুইটারে নিশ্চিত করেছেন চলতি বছরই বাজারে আসবে সদ্য রিলিজ হওয়া ‘iPhone SE 2020’র সাক্সেসর ‘iPhone SE Plus’। রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম iOS 14’র সোর্স কোডে পাওয়া গিয়েছে ‘iPhone SE Plus’ এর কমফর্মেশন। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের শেষ প্রান্তিকে রিলিজ হতে পারে “SE” সিরিজের নতুন এই স্মার্টফোনটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!
আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!
আমি শাহ্নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।