সাম্প্রতিক সময়ে সাড়া বিশ্বেই চলছে করোনা ভাইরাস (কভিড-১৯) প্রকট। ইতিমধ্যে ইউরোপ, আমেরিকায় মহামারী রুপ নিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল নির্দেশনা অনুযায়ী, বিশ্বে অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও বিভিন্ন অঞ্চল ও এলাকা ইতোমধ্যে লকডাউন করার ঘোষণা দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে সারা দেশের সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও অনেকেই মানছেন না এই নির্দেশনা।
তাই করোনাবাইরাস মোকাবেলায় নির্দেশনা অমান্যকারী কিশোর-তরুণ ‘আড্ডাবাজদের’ শনাক্ত করতে ড্রোনের সহায়তা নিচ্ছে সাতক্ষীরা পুলিশ প্রশাসন। ‘আড্ডাবাজদের’ আস্তানা খুঁজতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ড্রোন ব্যবহার করছে সাতক্ষীরা পুলিশ। চা-বিড়ির দোকান খোলা রেখে এ ধরনের আড্ডাবাজি হচ্ছে উল্লেখ করে ‘ধারণকৃত ফুটেজ নিয়ে এদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেয়া হবে’ বলে জানিয়েছে সাতক্ষীরা পুলিশ প্রশাসন।
জনসচেতনামূলক প্রচার-প্রচারণা ও মাইকিং করার পরও কয়েক শ্রেণীর মানুষ এখন করোনাভাইরাস এর ভয়াবহতা নিয়ে এখনো সচেতন নয়। তাই প্রযুক্তির কল্যানে ড্রোন ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজ ও তাদের আস্তানা শনাক্ত করার এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনির-উল-গিয়াস জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ড্রোনের ব্যবহার শুরু হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজদের আস্তানা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!
আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!
আমি শাহ্নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।