ঘর পরিষ্কার রাখতে নতুন ক্লিনিং রোবট নিয়ে এল Xiaomi। নতুন এই প্রোডাক্টের নাম Mi Robot Vacuum-Mop P। এই রোবট মেঝে ঝাঁট দিয়ে মুছে দেবে। লেসার ডিটেক্ট সিস্টেমে কাজ করতে নতুন ক্লিনিং রোবট। Mi Home অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে এই ডিভাইস কানেক্ট করা যাবে। এর পরে স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রিত হবে এই প্রোডাক্ট। গত বছর চিনে এই রোবট নিয়ে এসেছিল বেজিংয়ের কোম্পানিটি।
এই রোবটে থাকছে একটি 2, 100Pa সাকশন মোটর। লেসার নেভিগেশনের মাধ্যমে ঘরের মেঝে পরিষ্কার করবে রোবটটি। ড্রাই ক্লিন করার জন্য থাকছে সুইপিং মোড।
ঘর মোছার জন্য এই রোবটে একটি জলের ট্যাঙ্ক থাকছে। Mi Home অ্যাপ থেকে এই প্রোডাক্ট নিয়ন্ত্রণ করা যাবে। স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে এই প্রোডাক্ট। প্রত্যেক ঘরের লোকেশন ম্যাপের আকারে স্মার্টফোনে সেভ করে রাখে এই রোবট। অ্যাপ থেকেই প্রতিটি ঘরের আলাদা নাম সেভ করা যাবে।
Mi Robot Vacuum-Mop P-তে রয়েছে একটি কোয়াড-কোর Cortex-A7 সিপিইউ। তথ্য সংগ্রহ করে দ্রুত প্রসেস করতে সক্ষম এই ডিভাইস। চার্জ শেষ হলে নিজে থেকেই চার্জিং ডকে ফিরে আসবে এই রোবট। সম্পূর্ণ চার্জ হলে যে পর্যন্ত পরিষ্কার হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে। থাকছে একটি 3200 mAh ব্যাটারি। এক চার্জে 60-130 মিনিট ঘর পরিষ্কার করতে পারে এই রোবট। রয়েছে Wi-Fi 802.11 b/g/n কানেক্টিভিটি। ঘর পরিষ্কারের সময় 70 ডেসিবেল শব্দ হবে। Mi Robot Vacuum-Mop P-এর ওজন 3.6 কিলোগ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!
আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!
আমি শাহ্নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।