নিজস্ব মোবাইল চিপসেট তৈরী করবে গুগল!

প্রকাশিত
জোসস করেছেন

বর্তমান বিশ্বে শীর্ষ স্থানীয় মোবাইল প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম কিংবা মিডিয়াটেকের চিপসেট নয়, বরং এবার নিজেদের পরবর্তী পিক্সেল এবং ক্রোমবুক ডিভাইজের জন্য স্বয়ং নিজেই কাস্টম চিপসেট বানাবে মার্কিন টেক জায়ান্ট গুগল। যদিও ২০১৭ সাল থেকেই গুঞ্জন ছিল যে, স্যামসাং, অ্যাপল ও হুয়াওয়ের মতো নিজেদের ডিভাইজের জন্য নিজেই চিপসেট বানাবে গুগল।

এবার সত্যি হতে যাচ্ছে পুরোনো গুঞ্জন! বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, চলতি সপ্তাহেই নিজেদের পিক্সেল এবং ক্রোমবুক ডিভাইজের জন্য নিজস্ব কাস্টমাইজড চিপসেট বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, ২০২১ সাল নাগাদ বাজারে আসতে পারে গুগলের নিজস্ব চিপসেট সম্বলিত পিক্সেল স্মার্টফোন ও ক্রোমবুক।

গুগলের কাস্টমাইজড নতুন চিপসেটটি হবে ৮ কোর বিশিষ্ট। গুগলের সফটওয়্যারের সমন্বয়ে চিপসেটটি বিশেষ ভাবে অপ্টিমাইজ করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছিলো, স্যামসাংয়ের EXYNOS চিপসেটগুলোকেই কাস্টমাইজড করে গুগল ডিভাইজে ব্যবহারের জন্য স্যামসাংয়ের সাথে কাজ করছে গুগল। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার নিজেই চিপসেট বানানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এছাড়া রিপোর্ট অনুযায়ী জানা যায়, প্রাথিমক পর্যায়ে গুগলকে চিপসেট বানাতে সহায়তা করবে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। যেহেতু এখনো পর্যন্ত পুরোদমে চিপসেট বানাতে শুরু করেনি গুগল, তাই চলতি বছরের আপকামিং Pixel 5 ও 5XL-এ দেখা মিলবে না এই চিপসেটটির। যার ফলে ধারণা করা হচ্ছে, শেষ বারের মতো আপকামিং এই স্মার্টফোন দুটি ব্যবহৃত হতে পারে কোয়ালকমের প্রসেসর। এখন দেখার বিষয় হচ্ছে, কবে নাগাদ গুগল তাদের নতুন চিপসেট বাজারে আনতে সক্ষম হয়।

আমার এই লেখা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ!

Level 2

আমি শাহ্‌নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস