শাওমি অফিশিয়ালি রিলিজ করলো বিশাল ক্যামেরা যুক্ত রেডমি সিরিজের আরও একটি স্মার্টফোন

প্রকাশিত
জোসস করেছেন

জনপ্রিয় চীনাভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি স্মার্টফোনের বাজারে একের পর এক চমক দিয়ে যাচ্ছে। সেই চমকের অংশ হিসাবে তারা বাজারে নিয়ে এলো রেডমি সিরিজের আরও একটি স্মার্টফোন। তারা এই ফোনটির নাম দিয়েছে Redmi Note 8 Pro. বিশাল অাকৃতির ডিসপ্লের সাথে ফোনটিতে পেছনে যুক্ত করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 8, 2 ও 2 মেগাপিক্সেলের আরো তিনটি সেন্সর। যা দিয়ে wide, ultra wide, bokeh সহ বিভিন্ন মোড এ ছবি তুলতে পারবেন। আর ফোনটির সামনে রয়েছে 20 মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরা। তাই যারা ছবি তুলতে ভালবাসেন তারা নিঃসন্দেহে ফোনটি কিনতে পারেন। তাছাড়া ফোনটিতে রয়েছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। যার সাথে রয়েছে Quick Charging System। ফলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6, 8 জিবি RAM, সাথে 64, 128 জিবি ROM। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Octa-core (2x2.05 GHz Cortex-A76 & 6x2.0 GHz Cortex-A55) প্রসেসর ও Mediatek Helio G90T চিপসেট। যার ফলে আপনি পাবেন দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা।

6 জিবি RAM এর এই ফোনটি কিনতে হলে আপনাকে গুনতে হবে ২৫০ ডলার। যা বাংলাদেশী টাকায় ২১, ০০০ টাকা। তাই ফোনটি যাদের পছন্দ হয়েছে তারা নিঃসন্দেহে ফোনটি কিনতে পারেন।

টিউনটি প্রথম প্রকাশিত হয় আমার ব্লগ Techrbd.xyz এ। সময় থাকলে আমার ব্লগ একবার ভিজিট করে দেখতে পারেন।

আমার সাইট: TechrBD.xyz

Level 0

আমি আব্দুল্লাহ লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২১,০০০/- টাকায় সম্ভবত বাংলাদেশে পাওয়া যাবে না। এর সাথে যে ট্যাক্স এড হবে সেটা তো আপনি হিসেব করেননি।