স‍্যামসাং গ‍্যালাক্সি এ10এস Full Specs, Price, Dual Camera

স‍্যামসাং সম্পর্কে দীর্ঘদিন ধরে লিক এসে চলেছে যে কোম্পানি গ‍্যালাক্সি এ সিরিজের নতুন ফোনের ওপর কাজ করছে। এই সিরিজের স‍্যামসাং গ‍্যালাক্সি এ10এস স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু রিপোর্ট পাওয়া গেছে, যেখানে এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে। বিস্তারিত- https://bit.ly/2lPDwGy স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের ওপর থেকে কবে পর্দা ওঠানো হবে তা এখনই সঠিক ভাবে বলা সম্ভব নয় তবে একটি নতুন মিডিয়া রিপোর্টে স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনের কথা বলা হয়েছে। স‍্যামসাঙের এই তিনটি ফোন‌ই গ‍্যালাক্সি এম সিরিজের মতো ইনফিনিটি বি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই স্মার্টফোনে বেজল লেস ডিসপ্লের ওপর “ভি” শেপের ছোট নচ দেখা যাবে। বিস্তারিত- https://bit.ly/2lPDwGy গ‍্যালাক্সি এ10 এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। কোম্পানি ফোনটি প্লাস্টিক বডির সঙ্গে পেশ করবে। এই ফোনে 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি এ10 এ 1.6 গিডাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সনস 7884ভি চিপসেট দেওয়া হতে পারে। কোম্পানি এই ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে পেশ করবে এবং এতে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

Level 0

আমি মিলটন দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস