আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি এর ৭ম পর্ব । আমার এই লেখার উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়ানো । মাঝে মাঝে বিষয় নির্বাচন করতে গিয়ে একটু দিদ্বায় পড়ে যাই যে বিষয়টি কি খুব সহজ হয়ে গেল নাকি আবার সবার বুঝতে সমস্যা হবে । এজন্য আমি চেষ্টা করি সবাই যাতে বুঝতে পারে, খুব সহজলভ্য উপাদান দিয়ে ও স্বল্প খরচে করতে পারে এমন বিষয় নির্বাচন করতে । তাহলে চলুন দেখা যাক আজ আপনাদের জন্য কোন ম্যাজিকটি নিয়ে এসেছি -
আমরা বিভিন্ন তরল পদার্থ ছাঁকার জন্য বিভিন্ন ধরেনর ছাঁকনি ব্যবহার করে থাকি । ছাঁকনির মধ্যে যদি পানি ঢালা হয় তবে ছাঁকনির ছিদ্র দিয়ে পানি নিচে পড়বে । কিন্তু যদি এমন হয় যে ছাঁকনিতে পানি ঢাললাম কিন্তু পানি পড়ছেনা । হ্যাঁ আপনি মন্ত্র পড়ে এই পানিকে নিয়ন্ত্রন করতে পারবেন । আপনি বললে পানি পড়বেনা আবার আপনি বললে পানি পড়বে ।
প্রথমে ছাঁকনিতে তেল দেয়ার ফলে ছাঁকনির জালির ধারালো প্রান্তগুলোর ধারালো ভাব নষ্ট হয়ে যায় । যখন ছাঁকনিতে পানি ঢালা হয় তেলের কারণে তখন পানি তারজালির স্পর্শ পায়না । পানি ঢালার পর প্রথম অবস্থায় ছাঁকনি দিয়ে পানি পড়ে না কারণ পানির বাইরের পৃষ্ঠতলে এক ধরনের অদৃশ্য স্থিতিস্থাপক পর্দা আছে । এই পর্দাকে বলা হয় পানির পৃষ্ঠটান বা সারফেস টেনসন ।
পানির মধ্যে অসংখ্য পানির অনু আছে । এই অনুগুলো র প্রত্যেকে একে অপরকে আকর্ষন করে । পানির যে অনুটি মাঝখানে থাকে তা তার চারপাশের সব অনুর দ্বারা আকর্ষিত হয় । চারপাশ থেকে সমানভাবে আকর্ষিত হয় বলে তার উপর বল তেমন ক্রিয়া করেনা ।
কিন্তু যে অনুগুলো পানির উপরিতলে অবস্থান করে তারা শুধু দুই পাশের অনুর ও নিচের অনুগুলোর দ্বারা আকৃষ্ট হয় । ফলে সেই অনুগুলোর নিচের দিকে টান থাকে । অনুর উপর দুইপাশের অনুর টান এবং নিচের অনুর টানের ফলে পানির পৃষ্ঠতল টানটান এক পর্দার মত কাজ করে । এটাই হচ্ছে পানির পৃষ্ঠটান বা সারফেস টেনসন ।
এই পৃষ্ঠটানের কারেনই প্রথম অবস্থায় পানি ছাঁকনির মধ্য দিয়ে নিচে পড়েনা । যখন ছাঁকনির তলা আঙ্গুল দিয়ে স্পর্শ করা হয় তখন পানির পৃষ্ঠতলের অদৃশ্য পর্দা ছিড়ে যায় অর্থাৎ পৃষ্ঠটান বল কাজ করেনা । ফলে পানি ছাঁকনির ভিতর দিয়ে নিচে পড়ে ।
আমাদের চারপাশের প্রকৃতিতে অনেক ঘটনাই ঘটে যায় যার মধ্যে লুকিয়ে আছে অনেক অসম্ভব সুন্দর বিজ্ঞান যা আমরা অনেকেই জানার কোন চেষ্টাই করিনা । আমরা দেখি কচু পাতার উপর পানির গোল ফোঁটার নড়াচড়া কত সুন্দর !কিন্তু কখনও কি মনের মধ্য এ প্রশ্ন জেগেছে যে কেমন করে বা কেন এমন হয় ?
অনেক সময় দেখি ছোট্ট পতঙ্গ পানির উপর দিয়ে দিব্যি হেঁটে চলে যাচ্ছে কিন্তু সবাই তা পারেনা । কখনও কি মনে এই প্রশ্ন জেগেছে তারা কিভাবে পানির উপর দিয়ে হেঁটে যায় যা মানুষ পারেনা ।
এই টিউনটি শেষ করতে অনেক ধৈর্য্যর পরীক্ষা দিতে হল । তবুও টেকটিউনসের প্রতি চরম বিরক্তি প্রকাশ পায়নি সেই রক্ষা । আবারও সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা রইল ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
ধন্যবাদ।
অনেক সময় দেখি ছোট্ট পতঙ্গ পানির উপর দিয়ে দিব্যি হেঁটে চলে যাচ্ছে কিন্তু সবাই তা পারেনা
এটা হয় সম্ভবত – (ঐ ছোট্ট পতঙ্গ-এর ভর পানির ভর এর অপেক্ষা কম হলে, যেমনটি লোহার জাহাজ আর সমুদ্রের পানি। লোহার জাহাজের ভেতরে ফাকা জয়গা রাখা হয় যাতে সম আয়তন পানির ভর থেকে জাহাজটির ভর কম থাকে আর যা জাহাজটিকে ভেসে থাকতে সাহায্য করে) যদিও আমি সঠিক জানিনা, তবে এটা হতে পারে।