ভারত সারা বিশ্বের মধ্যে একটি সুন্দর দেশ। এখানে দেশীয় থেকে বিদেশী সকল পর্যটকদের আনাগোনা চলতেই থাকে। কিন্তু ভারত যততা সুন্দর তততাই রহস্যময়। এই সুন্দর দেশে হাজারের থেকেও বেশি রহস্যময় ঘটনা ঘটেছে যার আজ পর্যন্ত উন্মোচন করা যায়নি, সেই বিষয় আধ্যাত্মিক হোক বা বিজ্ঞান জগতের হোক। এরকমই একধরনের রহস্যময় ঘটনা ঘটেছিলো ভারতে যার প্রকৃত কারন এখনও পর্যবেক্ষণ সম্ভব হয় নি। কেরালাতে আকাশ থেকে লাল রঙের বৃষ্টি হয়েছিলো অর্থাৎ রক্ত বৃষ্টি হয়েছিলো।
image : http://www.mysteryofindia.com
৫ জুলাই, ঠিক দ্বিপ্রহর-এ মানুষ যখন সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের সুন্দর মুহূর্তকে উপভোগ করছিল, তখন হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু করে আকাশে এবং সঙ্গে মেঘও ডাকতে শুরু করে এবং তারপরেই শুরু হয় সাস্পেন্স। মানুষ সেই সময় আশ্চর্য হয়ে যায় যখন বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টি যেকোনো সাধারন বৃষ্টি ছিল না, এটা ছিল রক্তবৃষ্টি, সেখানে উপস্থিত মানুষজন এই কথায় বলেছেন।
এটা অবশ্যই ভাবাও যায় না যে এরকম কিছু হতে পারে, কিন্তু এর বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে ওখানে অবস্থিত মানুষ এটা দেখেছে যে বৃষ্টির রঙ শুরু থেকে শেষ পর্যন্ত লাল রঙের ছিল। কিন্তু অনেক মানুষ হলুদ, সবুজ ও হালকা কালো রঙের বৃষ্টি হতে দেখেছিলেন। তবে এবিষয়ে বিজ্ঞানীরা বলেছেন এটা কিছু ধুলিকণা বা উল্কার কিছু ছোটো ছোটো অংশ ছিল যা বায়ুর সাথে মিশে এরকম বৃষ্টির আকার নিয়েছিল।
image: https://earthscience.stackexchange.com
বিজ্ঞানীরা এটিকে প্রমাণ করার জন্য বৃষ্টির কিছু অংশকে ল্যাবে নিয়ে যায় টেস্ট করানোর জন্য, ইলেকট্রন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে তারা জানতে পারে এর মধ্যে জীবিত সেল বা কোশ দেখতে পায় যেগুলো কেবল প্রানীদের শরীরে থাকে। আরও গভীরভাবে পরীক্ষা করার জন্য DNA টেস্ট করা হয়, কিন্তু কোনোরকম DNA পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এটিকে ল্যাবে আরো ১০ বছর রেখে দেয়, যাতে ভবিষ্যতে কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে এটিকে পরীক্ষা করার জন্য।
২০১২ সালে ইউনিভারসিটি অব গ্ল্যামরগান-এর দুজন বিশেষ বিজ্ঞানী ডঃ রাজকুমার গানাপ্পা ও ডঃ স্টুয়ারট হক প্রমাণ করেন যে এটির মধ্যে DNA বর্তমান।
আমি south gossip। , kolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।