ভারতের আইআইটি গবেষকদের আবিষ্কার ‘শক্তি’

 

মাইক্রোপ্রসেসর ব্যবহারে এক নতুন যুগের আবির্ভাব এনেছে ভারতীয়

আইআইটি গবেষকরা।

মোবাইল ফোন, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা বা স্মার্ট মিটারে খুব তাড়াতাড়ি নতুন মাইক্রোপ্রসেসরের ব্যবহার শুরু হবে৷ নয়া এই মাইক্রোপ্রসেসর এর নাম রাখা হয়েছে ‘শক্তি৷’ আইআইটি মাদ্রাজের গবেষকরা হলেন শক্তির কারিগর৷ শক্তির বিশেষত্ব কী? প্রথমত দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম একটি মাইক্রোপ্রসেসর৷ যা কম্পিউটার, মোবাইল সব বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে৷ দ্বিতীয়ত, আইআইটি মাদ্রাজের দাবি, নয়া মাইক্রোপ্রসেসর ব্যবহার করলে তাতে সাইবার হামলার সম্ভাবনা তুলনামূলক কম৷ কেন এই দাবি করা হচ্ছে? গবেষকরা জানিয়েছেন, শক্তি অন্যান্য বিদেশি কোম্পানির তৈরি প্রসেসরের মতোই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়েছে

এই মাইক্রোপ্রসেসরটি চন্ডীগড়ের ইসরোর ল্যাবরেটরিতে তৈরি করা৷ সেটি অনেক বেশি সুরক্ষিত ও নিরাপদ৷  কম্পিউটার সহ বিভিন্ন ডিভাইসগুলিতে বিদেশি কোম্পানির তৈরি প্রসেসরের বদলে শক্তির ব্যবহার বাড়ালে সাইবার অ্যাটাকের সম্ভাবনা সেখানে অনেক কম৷ ফলে প্রতিরক্ষা বা সরকারি ইনটেলিজেন্স এজেন্সিগুলি শক্তির ব্যবহার করতেই পারে৷ এতে তাদের ডাটা সুরক্ষিত থাকবে৷

IIT মাদ্রাজকে গবেষণা করতে আর্থিকভাবে সহায়তা করেছে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি(IIT)৷শক্তি প্রসেসরটি কম্পিউটারে পরীক্ষাভাবে ব্যবহারও করা হয়েছে৷ পরীক্ষায় সসম্মানে পাশও করেছে৷ গবেষকদের আশা এর ফলে বিদেশি প্রযুক্তিতে তৈরি হওয়া প্রসেসরের উপর নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে৷

আইটি সংকান্ত এই ধরনের আর ও নিউজ জানতে click করুন
https://tech-bd360.blogspot.com

Level 0

আমি আদি অন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস