যখন আপনি ফুটপাথ দিয়ে যান সেই মুহূর্তে আপনার চারপাশে ঘটতে থাকা প্রত্যেকটি ঘটনা কি আপনি দেখতে ও শুনতে পারেন? উত্তরটি খুবই সহজ, না – পারেন না। কেন পারেন না? কারন আপনার দেহ-মন(hardware-software) একটা নির্দিষ্ট সময়ে একের অধিক বাস্তবতা(reality) বিশ্লেষণ(analysis) করতে পারে না। ঠিক যেমন, আপনি একটা নির্দিষ্ট সময়ে আপনার কম্পিউটার-এ উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেম যুগপৎভাবে চালাতে পারেন না। মানব মনের এক এবং একমাত্র কাজই হোল পারিপার্শ্বিক বাস্তবতা বিশ্লেষণ করে পরবর্তী করনীয় নির্ধারণ করা।
এই “পারিপার্শ্বিক বাস্তবতা বিশ্লেষণ” পক্রিয়াটি খুবই জটিল এবং বিস্ময়কর। ঠিক এই মুহূর্তে আপনি এই লেখাটি পড়ছেন। আপনি কি বলতে পারবেন, লেখা টি আপনি চোখ দিয়ে দেখছেন; নাকি মন দিয়ে অনুভব করছেন? চিন্তা করুন সেই মানুষটির কথা, যে চোখ খোলা অবস্থায় গভীর ঘুমে নিয়োজিত অথবা কোমা(coma) তে আছে। সে কি এই লেখা দেখতে পারবে? তার চোখের সংবেদনশীল রেটিনা অবশ্যই এই লেখার প্রতিবিম্ব গ্রহন করে Brain এর occipital lobe এ প্রেরন করবে, যাতে occipital lobe দেখার অনুভূতি সৃষ্টি করতে পারে। কিন্তু occipital lobe/whole brain যদি non-functioning থাকে তাহলে কোন ভাবেই লেখাটি দেখা সম্ভব হবে না। তাই বলা যায় – “আমরা দেখি না, বরং অনুভব করি যে আমরা দেখি”
একই নিয়মে, আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে তথ্য গ্রহণ করে একটা reality(বাস্তবতা) তৈরি করি এবং সেটাকে সংরক্ষন করে রাখি। এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র reality(বাস্তবতা) এর সমন্বয়য়ে গঠিত হয় আমাদের মন।
(চলবে)..............................।।
আমি মুফতি ভূইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভাল লাগলো । চালিয়ে জান । আমার এই Subject ভাল লাগে।