সল্প দামে ১০টি ভাল স্মার্টফোন ৮ হাজারের মধ্যে

টেকসই, আধুনিক ফিচার আর উন্নত নির্মাণের স্মার্টফোন এর আকাঙ্ক্ষা সকলেরই। কিন্তু দামের কথাটাও তো চিন্তা করতে হবে, ভালো কিছু পেতে হলে নাকি ভালো দামও দিতে হয়। তাই বলে কি কম বাজেটের কারণে স্মার্টফোন কিনতে পারবেন না, তাই কি হয় নাকি? মোবাইল মার্কেটে অল্প দামে ভাল স্মার্টফোন এর তালিকাটাও কম বড় নয়, দেখে নিন।

গত পর্বে আমি ৬ হাজার টাকার মধ্যে ১০টি ভাল ফিচার সমৃদ্ধ স্মার্টফোন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি ৮ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এমন ১০টি স্মার্টফোন নিয়ে কথা বলবো। চলুন তাহলে দেখি আজকের অল্প দামে ভাল স্মার্টফোনগুলো, তাদের ফিচার আর গুণগত মান।

স্যামসাং গ্যালাক্সি কোর ২ (Samsung Galaxy Core 2)

Samsung Galaxy Core2অল্প দামে ভাল স্মার্টফোনের একটি উৎকৃষ্ট উদাহরণ হল স্যামসাং এর এই গ্যালাক্সি কোর ২ ফোনটি। ৪.৭ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের রেজুলেশন ৪৮০*৮০০ পিক্সেল। কোয়াড কোর ১.২ গিগাহার্জ প্রসেসরের এই ফোনটি চলবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিটক্যাট ভি৪.৪.২ দিয়ে।

স্যামসাং গ্যালাক্সি কোর ২ তে র‍্যাম আছে ৭৬৮এমবি এবং ইন্টারনাল মেমোরি আছে ৪জিবি। আপনার যদি আরো বেশি মেমোরির প্রয়োজন হয়, এক্সটারনাল কার্ড ব্যবহার করে বাড়িয়ে নিতে পারবেন, কোন সমস্যা নেই। ব্যাক সাইডে ৫ মেগাপিক্সেল এবং ফ্রন্টে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ২০০০ মিলি আম্প্যায়ার ব্যাটারির এই ফোনটি পাওয়া যাবে সাদা এবং কালো এই দুটি রঙে। এই ফোনটির দাম ৭, ৯৯০ টাকা মাত্র।

সিম্ফোনি আই৬০ (Symphony i60)

Symphony i60সিম্ফোনি আই৬০ অপেক্ষাকৃত কম বাজেটের গ্রাহকদের জন্য বেশ আকর্ষণীয় স্মার্টফোন হিসেবে বিবেচিত, বিশেষ করে যারা কিছুটা ভাল পারফর্মেন্সের ফোন খুঁজছেন। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর সিপিইউ- র সাথে ২ গিগাবাইট র‍্যাম, স্মার্ট গেমিং, ইন্টারনেট ব্রাউজিং এবং মাল্টিটাস্কিং পাবেন এই ফোনে। আরো আছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ওটিজি, ৮+৫ এমপি ক্যামেরা, ২২ ঘন্টা ২জি টক টাইম, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং ইত্যাদি।

সিম্ফোনি আই৬০ এর ফিচারে যেমন চমক রয়েছে, তেমনি চমক রয়েছে দামেও। দারুণ দারুণ ফিচার সমৃদ্ধ এই ফোনটির দাম মাত্র ৭, ৫৭৫ টাকা। এই মূল্যের একটি স্মার্টফোনের জন্য অবশ্যই চমৎকার বৈশিষ্ট্য সম্পন্ন ফোন এটি। এই বাজেটের সাথে তুলনা করলে ফিচার সমৃদ্ধ স্মার্টফোন হিসাবে আমরা এর কোনও বিশেষ অপূর্ণতা খুঁজে পাইনি।

হুয়াওয়ে ওয়াই৩ ২০১৭ (Huawei Y3 2017)

Huawei Y3 2017হুয়াওয়ের বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জনের মূল কারণটি  হল তার মূল্য। এই রকমই অল্প দামে ভাল স্মার্টফোন হল হুয়াওয়ে ওয়াই৩ ২০১৭। এর ৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে খুব সুন্দর। ৪জি নেটওয়ার্ক সাপোর্ট এর সাথে এবং ৮ এমপি অটোফোকাস প্রাইমারী ক্যামেরা স্পষ্টতই এই এর দামের তুলনায় খুব ভাল ফিচার। সাথে ২ এমপি ফ্রন্ট ক্যামেরা তো আছেই। ১জিবি র‍্যাম এবং ৮জিবি রম রয়েছে আর ২২০০ মিলি আম্প্যায়ারের ব্যাটারি। বাংলাদেশে এই ফোনটির দাম হবে ৭, ৫৯০ টাকা মাত্র।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ১(Micromax Canvas 1)

Micromax Canvas1গ্রামীণফোন বাজারে এনেছে একটি আকর্ষণীয় ৪জি স্মার্টফোন মাইক্রোম্যাক্স ক্যানভাস ১ মাত্র ৭, ৫৯৯ টাকায়। এতে আপনি শুধুমাত্র ৪জি না, সাথে দারুন পারফর্মেন্স এবং নিখুত ফিচারও পাচ্ছেন। মাইক্রোম্যাক্স থেকে এই ধরনের সমন্বয় অতীতে বিরল। ১৬ গিগাবাইট রম, ২ গিগাবাইট র‍্যাম, ৮ এমপি অটোফোকাস ডুয়াল ফ্ল্যাশ ব্যাক ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, এফএইচডি ভিডিও রেকর্ডিং, ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লের সাথে এই ফোনে রয়েছে আরো অনেক কিছু।

তবে একটি অসুবিধা রয়েছে, প্রায় সব কম দামের মাইক্রোম্যাক্স ফোনের মত ক্যানভাস ১ এর ব্যাটারিও বেশ লো পারফর্মেন্সের। স্মার্টফোন ইউজারদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ক্যামেরার কোয়ালিটি কিংবা অন্য কোন বিশেষ ফিচারের প্রতি কম গুরুত্ব দেয়। সবচেয়ে বেশি গুরুত্ব দেয় স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপের দিকে। আপনিও যদি তাদের মত একজন হয়ে থাকে আর আপনার বাজেট নিয়েও যদি সমস্যা না থাকে, তবে দীর্ঘস্থায়ী ব্যাটারির এই ১০টি স্মার্টফোন দেখে নিতে পারেন।

ইনফিনিক্স হট ৫ (Infinix Hot 5)

 Infinix Hot5

কিছু সূক্ষ সমালোচকদের মতে ইনফিনিক্স হট ৫ স্বল্প বাজেটের জন্য একটি ভালো স্মার্টফোন। ফোনটির দাম পড়বে ৭, ৯৯০ টাকা মাত্র। এতে আছে ১৬ গিগাবাইট র‍্যাম, ২ জিবি রম, ৪০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি, ৫.৫ ইঞ্চির বড় ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভাল সাউন্ড কোয়ালিটি ইত্যাদি।

এত কিছু ভালোর ভিড়ে প্রথম মন্দটি হল এটিতে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট নেই। সুতরাং, এটি একটি বিশাল অসুবিধা। আরেকটি সমস্যা হলো ইনফিনিক্স হট ৫ এর ৫ এমপি ফ্রন্ট ক্যামেরাটি খুবই সাধারণ। আপনার কাছে যদি স্মার্টফোন দিয়ে ছবি তোলাটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে সবচেয়ে ভাল ক্যামেরার ১০টি স্মার্টফোন দেখে নিতে পারেন।

ওয়ালটন প্রিমো এনএফ ৩ (Walton Primo NF3)

Walton Primo NF3ওয়ালটন প্রিমো এনএফ ৩ এর যে বিষয়টি সবার আগে আপনার নজরে পড়বে তা হল তার ফ্ল্যাট স্লিম বডি। ফোনটিতে একটি বড় ৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যা আপনাকে ভিডিও দেখায় অধিক আনন্দ দেবে। ১৮৬ গ্রাম ওজনের এই ফোনটিতে সামনে এবং পেছনে উভয় দিকেই ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ১জিবি র‍্যাম, ৮জিবি রম, ১.৩ গিগাহার্জ প্রসেসর এবং ডুয়াল সিম সাপোর্ট সহ এতে আছে দাম অনুপাতে বড় ৩৩০০ মিলি আম্প্যায়েরর ব্যাটারি। ফিচারগুলি দামের হিসাবে বেশ ভাল, এর দাম ৭, ০৯৯ টাকা মাত্র।

ম্যাক্সিমাস অউরা ৮৮ (Maximus Aura 88)

Maximus Aura88

৫ইঞ্চি ডিসপ্লের এই ফোনের রেজুলেশন এইচডি ৭২০*১০৮০ পিক্সেল। কোয়াড কোর ১.৩ গিগাহার্জ প্রসেসরের এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ললিপপ ভি৫.১ এ। ৮ মেগাপিক্সেল ব্যাক এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার জন্য আছে বায়োমেট্রিক ডুয়াল ফ্ল্যাশ। সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম। এই ফোনের সবচেয়ে দারুন বিষয় হল ৪০০০ মিলি আম্প্যায়ারের বিশাল ব্যাটারি। দারুন ব্যাপার, তাইনা! এই ফোনের দাম মাত্র ৭, ৩৯৯টাকা।

আইটেল এস১২ (itel S12)

itel S12

আইটেল এস১২ গড় মানের অল্প দামে ভাল স্মার্টফোন। তার দামের সাথে বিবেচনা করলে কিছু অসাধারণ ফিচার আছে। যেমন ডুয়াল ৫+২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি। এই ফোনের নকশাটিও মূল্যের তুলনায় বেশ আকর্ষণীয়। ৫ ইঞ্চি আই.পি.এস ডিসপ্লের সাথে ১জিবি র‍্যাম এবং ৮জিবি রম আছে। এই ফোনের প্রধান সমস্যা ডিসপ্লে এইচডি নয়।  সুতরাং, আপনার একটি খারাপ মানের ভিডিও দেখার অভিজ্ঞতা থাকবে। এছাড়াও, ব্যাটারি ব্যাকআপ কিছুটা লো। এই ফোনের দাম ৬, ৭৯০ টাকা মাত্র।

লাভা আইরিস ৬০(Lava Iris 60)

Lava Iris60

লাভা আইরিস ৬০ ফোনের ব্যাটারি পারফর্মেন্স অল্প দামের মধ্যে অন্যান্য ফোনের  তুলনায় কিছুটা উন্নত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড নুগাট ভি৭.০ এর মাধ্যমে চালিত হয়। ফ্ল্যাশ সহ ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা আছে। আরো আছে ৫ এমপি ব্যাক ক্যামেরা, ১ গিগাবাইট র‍্যাম, ৮ জিবি রম, কোয়াড কোর সিপিইউ ইত্যাদি। আইরিস ৬০ এ একটি ২৫০০ মিলি আম্প্যায়ারের ব্যাটারি রয়েছে। সামগ্রিক দিক থেকে তুলনা করলে এটি বেশ ভাল মানের ডিভাইস, এর দাম ৬, ৯৯০ টাকা।

নোকিয়া আশা ৫০২ (Nokia Asha 502)

Nokia Asha 502

নোকিয়া যে কোন হ্যান্ডসেটের উপরেই ফোন প্রেমীদের কিছুটা দুর্বলতা কাজ করে।  বিশেষ করে এর শক্ত নির্মাণ এবং উন্নত কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহারের জন্য। যথারীতি নোকিয়া এই হ্যান্ডসেট নোকিয়া আশা ৫০২ এর নির্মাণ কোয়ালিটি দারুণ মজবুত। তবে নোকিয়ার অন্যান্য ফোনের মতই এই ফোনেই আধুনিক ফিচারের ঘাটতি রয়েছে অনেকটাই। মাত্র ৬৪ এমবি র‍্যাম এবং ৪জিবি স্টোরেজ, ৫ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং মাত্র ১০১০ মিলি আম্প্যায়ার ব্যাটারি দিয়ে স্মার্টফোন প্রেমীদের আকর্ষণ করা বেশ কঠিন। এর বাজার মুল্য ৭৮০০ টাকা মাত্র।

অল্প দামে ভাল স্মার্টফোন এর ধারাবাহিক আলোচনায় আজকের পর্বে আমি ৮ হাজার টাকার ভেতর বাজারের সবচেয়ে ভাল ১০টি স্মার্টফোন নিয়ে কথা বললাম। সুতরাং, আপনার বাজেট যদি হয় সীমিত তাহলে নিঃসন্দেহে এই ১০টির যে কোন একটি হতে পারে পছন্দের ফোন।  তাই আর দেরী না করে আপনার পছন্দের ফোনটি কিনে ফেলুন আর হ্যা, আমাকে আপনার কোনটি পছন্দ হল তা জানাতে কিন্তু ভুলবেন না।

Level 2

আমি জোবায়ের উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 29 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস