বাংলাদেশে ডিজিটালাইজেশনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে অনলাইনে কেনাকাটা। অনলাইনে পণ্য দেখে অর্ডার দিলে ক্রেতা ঘরে বসেই পাচ্ছেন সেটি। আজকের আলোচনায় আপনাদের জন্য তেমনই কিছু ক্রয়-বিক্রয় সাইট সম্পর্কে ধারণা দেয়া হল।
বর্তমান সময়ে দেশে বছরে দুই হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয় অনলাইনে৷ আর প্রতিদিন অনলাইনে ডেলিভারি দেয়া হয় ৩০ হাজার অর্ডার৷
ওয়েবভিত্তিক অনলাইন শপ আছে দের হাজার৷ ফেসবুক ভিত্তিক আছে ১৫ হাজারেরও বেশি৷ নিম্নে ক্রয়-বিক্রয় এর কিছু ওয়েব সাইট পরিচিতি দেওয়া হলো।
অনলাইনে বেচাকেনার সর্ব প্রথম সাইট হল সেল বাজার ডট কম। বিনামূল্যে বিজ্ঞাপণ দেওয়া, সম্ভাব্য দ্রুত বিক্রয় এবং পণ্যের জন্য তুলনামূলক ভালো অফার পাওয়া ইত্যাদি। প্রতিটি বিজ্ঞাপণ ওয়েবসাইটটিতে ১৮০ দিনের জন্য থাকবে। আর যেহেতু ওয়েবসাইটটি পুরো বাংলাদেশ জুড়ে ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে ক্রেতারা নিজ শহর বা অঞ্চল থেকে কেনাকাটা করতে পারবেন।
অনলাইনে কেনাবেচার সাইট বিক্রয় ডট কম। বিনামূল্যে ৩ টি বিজ্ঞাপণ দেওয়া, এর বেশি বিজ্ঞাপণ দিতে চাইলে গ্রাহক কে বিক্রয় ডট কম দিতে হবে মাসিক হারে টাকা।
এটি একটি পুরাতন অনলাইনে বেচাকেনার সাইট, ইলেকট্রনিক লেনদেনের স্থান যেখানে পণ্য কেনাবেচা ডিজিটাল পদ্ধতিতে হয়। এখানে বিভিন্ন উৎকর্ষবোধক বিজ্ঞাপণ টিউন করে সারা দেশব্যাপী নিরাপদভাবে ব্যবসা ও বিশাল পরিমাণ অর্থ আদান প্রদান করা যায় খুব সহজে।
‘পিবাজার ডট কম’ প্রপার্টি বিষয়ক ওয়েবসাইট। এখানে নিজের ফ্ল্যাট বিক্রি বিজ্ঞাপণ এবং ক্রয় করার প্রয়োজনীয় তর্থ দেওয়া যায়। এতে প্রপাটি ভাড়া দেওয়া ও নেওয়ার জন্য রয়েছে টু-লেট/রেন্ট মেনু, প্রপার্টি বিক্রির জন্য রয়েছে প্রপার্টি বিক্রি মেনু। এছাড়া রিয়েল এস্টেট কোম্পানি, হোটেল/গেস্ট হাউজ সম্পর্কে তথ্য রয়েছে।
এটি একটি অনলাইন বাজার, যেখানে গ্রাহকদের ডিসকাউন্ট এবং শ্রেণীবদ্ধ বিজ্ঞাপণ সব খবর পাবেন. এখানে আপনি ক্রয়-বিক্রয় উভয় করতে পারবেন।
বিভিন্ন ধরনের ফ্যাশনেবল অনুষঙ্গ, খেলনা, বই, গৃহস্থালী সামগ্রী, কম্পিউটার যন্ত্রপাতি, সফটওয়্যার সহ অসংখ্য ধরনের পণ্য সম্ভারে সজ্জিত এই ওয়েব সাইটটি। এই সাইটটি থেকে ক্রেতারা যেকোনো পণ্য বর্তমান বাজার মূল্যে দামে ক্রয় করতে পারবেন এবং ঘরে বসেই আপনার ক্রয়কৃত পণ্যটি পেয়ে যাবেন। ব্যাংক এর মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।
আমি জোবায়ের উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 29 টিউনারকে ফলো করি।
অনেক ভাল লাগলো লেখাটা পরে। আরও লেখা দেখতে চাই বাংলাদেশের ক্রয়-বিক্রয় সাইট সম্পর্কে।
ধন্যবাদ