অনেক মানুষেরই স্বপ্ন থাকে একটি গাড়ি কেনার কিন্তু নতুন গাড়ি কেনার সামর্থ্য সবার থাকে না, সেহেতু পুড়নো গাড়ি কিনে তো নিজের সেই স্বপ্নতো পুরন করা সম্ভব। আর আপনার সেই ইচ্ছাই আপনার স্বপ্ন পূরণ করতে সহায়তা করবে সেল বাজার ডট কম। অনেকে আছেন গাড়ি কেনা নয়, বিক্রি করতে ইচ্ছুক। নিজের পুরনো গাড়ি টা বিক্রি করে অন্য একটা গাড়ি কিনতে চায় অথবা অন্য কারণে গাড়ি টা বিক্রি করতে চায় কিন্তু প্রয়োজনীয় সুযোগ সুবিধার কারনে গাড়ি টা বিক্রি করতে পারে না। বাংলাদেশে একটি নতুন গাড়ি কিনতে অনেক খরচ হয়, নতুন গাড়ি কিনতে গেলে মোটা অঙ্কের কর (TAX) দিতে হয় যা গাড়ির দামের চেয়েও বেশি! এক্ষেত্রে মানুষ পুরাতন গাড়ি কিনতেই বেশি আগ্রহি। সেল বাজার ডট কম (cellbazaar.com) রহেছে ওয়ার্ল্ড এর প্রায় সব পপুলার ব্র্যান্ড এর গাড়িই রয়েছে, Toyota, Honda, Nissan, Ford, Chevrolet, KIA, Hyundai এর মধ্যে Toyota এর গাড়ি সবচেয়ে বেশি আছে বাংলাদেশে। Toyota এর Allion, Noah এসব গাড়ি বেশি রয়েছে। এছাড়া BMW, Ferrari, Mercedes এর গাড়িও রয়েছে বাংলাদেশে। দাম বেশি হওয়ার ফলে এগুলো খুব কম দেখা যায়।
আমি জোবায়ের উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 29 টিউনারকে ফলো করি।
Joss Post and nice website…………