টেকটিউনসে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম আর একটা টিউন। অনলাইলে সেফটি থাকার জন্য আকজে আমার এই টিউন। আশা করি এই টিউন দ্বারা সবার উপকার হবে। সাথে এই টিউনের শেষে অনেক মজাও হবে।
হ্যাকিং শব্দটা সবার কাছে অনেক প্রিয়। হ্যাকিং একটু শিখলে আরোও শিখতে মনে চায়। হ্যাকিং জিনিশটাই আসলে একটা ম্যাজিকের মত। যখন ম্যাজিক দেখি তখন অন্য কোন কিছুর কথা আর মনে থাকে না। তেমনি হ্যাকিং করা/শিখার সময় আমাদের অন্য কিছু মনে থাকে না। একটু ভালো ভাবে চিন্তা করে দেখুন যদি হ্যাকিং করতে গিয়ে একবর ধরা খান তাহলে কি অবস্থা হবে? প্রথম আমাদের safety থাকতে হবে। পরে অন্য কিছু। তাই আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে প্রথমে আমাদের আইপি অ্যাড্রেস লুকাতে হবে এবং ব্রাউজারের cookie & cach রিমুভ করতে হবে। cookie & cach থেকে বের করা যায় কে কখন কোন সাইট এ ভিসিট করেছে। তাই নিজের safety-র জন্য এগুলো রিমুভ করতে হবে।
যাই হোক এখন আইপি hadding এর ব্যাপারে আসি। একজন ট্রাকার আপনার আইপি দিয়ে আপনাকে খুঁজে বের করে ফেলতে পারবে। তাই হ্যাকিং এর যেকোনো কাজ করার আগে আইপি হাইড করতে হবে। অনেকে আছে আইপি হাইড করার জন্য প্রক্সি ইয়ুস করে থাকেন। বর্তমানে প্রক্সি তেমন একটা ভালো কাজ করে না। আবার অনেকে আছে বিভিন্ন নরমাল ip hidding সফটওয়্যার ইয়ুস করে থাকেন। but আপনি কি জানেন যে ওই সফটওয়্যার গুলো আপনার lan আইপি হাইড হয় নাকি? আর একজন ট্রাকার যদি আপনার Lan IP পেয়ে যায় তাহলে আর কথাই নাই। সে সোজা আপনার বাসায় চলে যাবে…তারপর কি হবে তা ত বুঝতেই পারছে। অনেকের হয়ত বিশ্বাস হচ্ছে না যে লেন আইপি হাইড হয় না। ওকে…বিশ্বাস না হলে এই সাইট যান, তাহলেই বুজতে পারবেন lan ip হাইড হইছে নাকি হয় নাই(বিঃদ্রঃLan Ip দেখার জন্য আপনার PC তে জাভা থাকতে হবে)। শুধু lan ip না, ওই সাইট এ গেলে সাথে দেখতেও পারবেন আপনি কি ব্রাউজার use করতেছেন, কোন ভাষা use করতেছে, কোন operating system চালাইতেছেন ইত্যাদি। এখন বুজেন ওই নরমাল সফটওয়্যার গুলা দিয়ে কোন কাজই হয় কি না। আর আপনাদের safety-র কথা বিবেচনা করেই আজকে আমার এই টিউন।
hacking is not a crime, It's an art of logig
Warnings: this video only for educational purpose.
ভিডিও টি দেখুন
Subcribe tech sharif :-
https://www.youtube.com/channel/UCJ0KMqxVFSJ4ScFrAOwoEgg?sub_confirm=1
#Follow me on Facebook:-
#https://www.Facebook.com/sharif2078
#Tweet me on Twitter:-
#https://Twitter.com/sharif_2078
#Follow me on INSTAGRAM
#https://www.instagram.com/sharif_2078
PLEASE, LIKE। COMMENT & SHARE।
FOR MORE INTERSTING VIDEOS। SUBCRIBE।
OUR CHANNEL
THANKS FOR READING THIS TUNE
STAY WITH ""TECH SHARIF""
আমি শারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।