গুরুত্বপূর্ণ মেল-এরই নোটিফিকেশান পাঠাবে জিমেইল

সুপ্রিয় টেকটিউস এর বন্ধুগণ কেমন আছেন সবাই? প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা মেল-এর নোটিফিকেশান মোবাইলে সারাদিনে বহুবার আসে। নোটিফিকেশান কারণে খুব বিরক্তিকর হয়ে ওঠতে হয়। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-এর মাধ্যমে গুগল ঠিক করে ফেলবে কোন ইমেলটি আপনার জন্য প্রয়োজনীয় আর কোন ইমেলটি নয়। এই ফিচার এনেবেল করার জন্য iOS ফোনে Gmail অ্যাপে Settings-এর মধ্যে Notification-এ ‘High Priority Ony’ সিলেক্ট করতে হবে। এ ছাড়াও ডিফল্ট স্ক্রিনেই অ্যাপ আপনাকে নতুন এই ফিচার ব্যবহারের জন্য সুপারিশ করবে। পরবর্তী দু’ তিন দিনের মধ্যেই নতুন এই ফিচার লঞ্চ করার কথা জানিয়েছে Google। তবে নতুন এই ফিচার ব্যবহারের জন্য iOS ফোনে আপনার Gmail অ্যাপ আপডেট করতে হবে।

এপ্রিলে Gmail-এর ডিজাইনে আমুল পরিবর্তন এনেছিল সংস্থা। বর্তমানে এক ক্লিকেই যে কোনও নিউজলেটার আনসাবস্ক্রাইব করা সম্ভব। আপাতত iOS ফোনগুলিতেই এই বিশেষ সুবিধা মিলবে। তবে অদূর ভবিষ্যতে Android ডিভাইসেও এই আপডেটেড সুবিধা যুক্ত করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

আমার পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঘুরে আসাতে পারেন- ব্লগ৭১.কম এর ওয়েবসাইট থেকে। আরও টেকনোলজির খবর পড়ুন।

Level 0

আমি রনি সেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস