বিষয় : রক্তের অক্ষরে নয়, কলমের কালি দিয়েও নয়, লেখা হবে আগুনের কালিতে !!!
আমরা সাধারণত লেখার জন্য কলম ব্যবহার করি আবার অনেক সময় পেন্সিল দিয়েও লিখি । আজ আমরা লিখব আগুনের সাহায্য। কি করে লিখব ? চলুন দেখি -
হতে হবে কারণ পরীক্ষার সময় প্রচুর ধোঁয়া উৎপন্ন হতে পারে ।
প্রথম ধাপ : বিকারের মধে সামান্য পানি (কমপক্ষে ১০ মি.লি.) নিয়ে তার মধ্যে ১০ গ্রাম সোডিয়াম নাইট্রেট যোগ করে নাড়ন কাঠির সাহায্যে নাড়িয়ে তা ভালভাবে দ্রবীভূত করি । তারপর উহাতে আর একটু সোডিয়াম নাইট্রেট যোগ করে নাড়াই। যদি তা দ্রবীভূত না হয় তবে আর যোগ করতে হবে না । কিন্তু যদি দ্রবীভূত হয় তখন আর একটু যোগ করতে হবে । এভাবে দ্রবণ প্রস্তুত করতে হবে ।
দ্বিতীয় ধাপ : এখন রং তুলি ঐ দ্রবণের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পেপারেরর মধ্যে যা লিখতে চাই তা লিখি । দরকার হলে লেখাগুলোর উপর দিয়ে আবার লিখতে হবে যেন সব জায়গায় ভালভাবে দ্রবণ পড়ে । খেয়াল রাখতে হবে যেন লেখার মধ্যে একটি বর্ণের সাথে অপর বর্ণের যোগসূত্র থাকে অর্থাৎ কোন ফাঁকা যেন না থাকে এবং পেপারের একেবারে প্রান্ত থেকে লেখা শুরু করতে হবে । যেখান থেকে লেখা শুরু করব সেখানে পেন্সিল দিয়ে একটি চিহ্ন দিতয়ে রাখতে হবে । এরপর পেপারটিকে শুকিয়ে নেই । এতে লেখাগুলো অদৃশ্য হয়ে যাবে ।
তৃতীয় ধাপ : এখন শুকনো কাঠিটি লাইটার দিয়ে একপ্রান্তে আগুন জ্বালাই এবং ফুঁ দিয়ে নিভিয়ে দেই । তখন কাঠিটি শিখাহীন লালাভ জ্বলতে থাকবে স্ফুলিঙ্গের মত । এই লালাভ স্ফুলিঙ্গকে পেপারের যেখান থেকে লেখা শুরু করেছি সেখানে ভালভাবে স্পর্শ করে ধরি। তখন পেপারে লালাভ স্ফুলিঙ্গের আকারে আগুন লেখা বরাবর চলতে থাকবে এবং ধোঁয়া তৈরি হবে । ফলে কাগজে কাল পোড়া দাগ পড়বে যেরকম লেখা হয়েছিল ঠিক সেরকম এবং লেখাগুলো স্পষ্ট হয়ে উঠবে।
আমরা জানি অক্সিজেন দহনে সাহয্য করে । সোডিয়াম নাইট্রেট দ্রবণ দিয়ে লেখার উপর যখন আগুনের স্ফুলিঙ্গ ধরা হয় তখন সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রাইট ও অক্সিজেন উৎপন্ন করে। এই অক্সিজেনই লেখা বরাবর আগুনকে এগিয়ে নিয়ে যায়। এতে করে আগুন অন্যদিকে নাগিয়ে লেখা বরাবর চলতে থাকে এবং কাগজ পুড়ে কাল লেখা স্পষ্ট হয়ে উঠে ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
দারুণ লিখেছেন তো স্যার! খুবই মজার একটা পর্ব হয়েছে।