যখন পৃথিবীতে মানুষের আবির্ভাব হয় নি তার অনেক আগে রাজত্ত্ব করত ডাইনোসর। যাদের এখন শুধু মাত্র ফসিল পাওয়া যায়। এই সব ফসিল পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞনানীরা ডাইনোসদের সম্পর্কে জেনেছে, তারা কেমন ছিল, কি ভাবে থাকত, তাদের জেনেসিস ইত্যাদি। আরো জানতে পেরেছে তারা কিভাবে ধংশ হয়েছে। যদি ও কেউই এ সব ডাইনোসরদের দেখেনি তবুও তৈরি হয়েছে অনেক গল্প, উপন্যাস, সাইন্স-ফিকশন, মুভি, কার্টুন ইত্যাদি। নিচে দেখি ডাইনোরদের কয়েকটি ছবিঃ আপনাদের আরো জানতে ইচ্ছে হলে লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারেন। আমি অনেক গুলো লিঙ্ক এড করছি। তবে ছবি সবগুলোই কাল্পনিক ভাবে তৈরি একটা ও বাস্তব না। শুধুমাত্র ফসিল গুলোই বাস্তব। ফসিল গুলো বিশ্লেষন করে এদের আচরন জেনে ছবি গুলো তৈরি করা হয়েছে।
সবছেয়ে ভয়ংকর ডাউনোসরঃ T-Rex
আরেকটি T-Rex
T-Rex ডাইনোসরের ফসিল
তারা কিভাবে দাপিয়ে ভেড়াতো তার ছবি।
টি রেক্স এর সম্ভাব্য পায়ের চাপ
একটি মাথার খুলি
Field Museum of Natural History Chicago তে রাখা একটি ফসিল
New York শহরে American Museum of Natural History যাদুঘরে রাখাTriceratops ডাইনোসরের কঙ্কাল
Tyrannosaurus ডাইনোসরের কঙ্কাল
ফসিল, এগুলো সংগ্রহ করেই যাদুঘরে রাখা হয়।
ডাইনোসরের ডিম
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ছবিগুলো ভালই লাগল। "New York শহরে American Museum of Natural History যাদুঘরে রাখাTriceratops ডাইনোসরের কঙ্কাল"-টি কি কাঠের তৈরী?