Time Travle with teleportation

আজকে কথা বলব কোয়ান্টাম টেলিপোর্টেশন। এর মাধ্যমে কোনো বস্তু সহজেই এক জায়গা হতে অন্য জায়গায় প্রেরন করা যায়। এ পদ্ধতিতে কোনো বস্তুতে বিদ্যমান কণাকে প্রথমে একবারে আলাদা করে তাকে ডিজিটাল সিগনেলে পরিনত করা হয়। এর পরে তাকে তরঙ্গ আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয়। নির্দিষ্ট জায়গায় পোছানোর পর তা আগে যেভাবে বিন্যস্ত ছিল সেভাবে বিন্যস্ত করতে হবে তাহলে তা সহজেই যেকেনো কালে পৌছে যাবে।
খুশির খবর হলো physisist রা ফোটনকে টেলিপোর্ট করতে পেরেছেন।
কিন্তু একজন মানুষকে টেলিপোর্ট করতে হলে যে শক্তি প্রয়জন তা পৃথিবীতে নেই।
কিন্তু ধরুন সে পরিমাণ শক্তি আপনার কাছে আছে তাহলেও কি আপন কাউকে টেলিপোর্ট করতে পারবেন।
আবশ্যই পারবেন কিন্তু দঃখের খবর যে ওকে টেলিপোর্ট করে নির্ধারিত স্থানে নিতে সময় লাগবে মহাবিশ্বের বয়সের তিন গুণ সময়। আবার টেলিপোর্ট করা বস্তু তার অতিডের সব কথা ভুলে যবে।

টাইম ট্রাভেলের আরেকি উপায় হলো
DRIVE CRAFT।

এটি হলো একটি স্পেসশিপ। এর মাধ্যমে এক যয়গার স্থানকালকে বাকিয়ে কাছে নিয়ে আসা হয় এর পর সহজেই এর মধ্য দিয়ে ডুকে past-future ভ্রমণ করা যাবে। কিন্তু drivecraft এর বেগ হতে হবে আলোর বেগের ৯৫-৯৯.৯৯%। কিন্তু এমন কিছুতো আবিষ্কার হয়নি।

PARDOX:
প্যরাডক্স হলো সেসব যুক্তি যা দিয়ে বোঝানো হয় যে টাইম ট্রাভেল সম্ভব নয়।
একটি হলো ” GRAND FATHER PARADOX”
এতে বলা হয়েছে :ধরুন আপনি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতিতের সে সময়ে গেছেন যখন আপনার আপন দাদা জন্ম হয়েছে। তখন আপনি আপনার দাদাকে সাথে সাথে মেরে ফেললেন। তখন ভাবুন যদি আপনার দাদা না থাকে তাহলে আপনার বাবাও থাকবে না। আপনার বাবা না থাকলে আপনিও জন্মাবেন না। আর আপনি না জন্মালে আপনি কিভাবে অতিতে এসে আপনার দাদাকে মারলেন?

Level 0

আমি পদার্থবিদ মাশরাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস