চীনে বিনা মূল্যে পড়াশুনা করুন

প্রকাশিত
জোসস করেছেন

পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাননি। প্রাইভেটে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা Masters/Engineering/MBA/MBBS/LLM/ করার জন্য ভর্তি হতে চাচ্ছেন। কেন এতো টাকা দিয়ে পরবেন? যেখানে আপনি ফ্রি পড়তে পারছেন। স্বপ্ন নয়, সত্যিই আপনি চায়না ফ্রি পড়তে পারবেন। এমন কি থাকা খাওয়াও ফ্রি হয় অনেক ক্ষেত্রে। চায়না বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে প্রতি বছর। যে টাকা দিয়ে পড়বেন দেশে। ওই টাকার ৪ ভাগের এক ভাগও লাগবে না। চায়নায়, যেসব ইউনিভার্সিটি তে পড়বেন, বাংলাদেশ থেকে রাঙ্কিং এ অনেক আগানো। তাহলে কেন এতো টাকা খরচ করবেন। কেনবাই বিদেশ থেকে ডিগ্রি নিবেন না?

চীনে কেন পড়বেন?

চীন বর্তমান বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ।
সকল বিশ্ববিদ্যালয় সরকারি এবং শত বছরের পুরনো। বেশ কিছু বিশ্ববিদ্যালয় সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত ফলে পড়াশোনার মান বেশ মানসম্পন্ন।
পড়াশোনার উচ্চ মানের কারনে বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র/ছাত্রীদের প্রথম পছন্দ চীন।
World Rank এ প্রথম ১০০০টি বিশ্ববিদ্যালয়র মধ্যে চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
পড়াশোনার পাশাপাশি Teaching Assistant, দোভাষী, টিউশন এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের বাড়তি আয়ের সুযোগ রয়েছে।
চীনের MBBS Degreeবাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক অনুমোদিত

চায়না স্কলারশিপ কাউন্সিলের সহযোগী প্রতিষ্ঠান Abroad Visa & Immigration –এর মাধ্যমে https://www.facebook.com/abroad.visa.immigration  বিস্তারিত জানা যাবে। [email protected] এই ই-মেইলে পাঠালে  জানতে পারবেন স্কলারশিপ পাবেন কিনা বা পেলে কোন ক্যাটাগরির স্কলারশিপ পেতে পারেন এবং সেই গ্রেডের সুযোগ-সুবিধা কি কি তা জানিয়ে দেওয়া হবে।

ফ্রি এসেসমেন্ট পাওয়ার জন্য নিচের ফর্মটি পূর্ণ করুন।

ফর্ম পূর্ণ করতে এখানে ক্লিক করুন : https://goo.gl/JZUHYy

চীনে ব্যাচেলর / মাস্টার ডিগ্রী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ
ইউনিভার্সিটি: আনহুই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অবস্থান: মা'আনশান, চীন
প্রোগ্রাম (চীনা / ইংরাজী-মাধ্যম):
1. সিভিল ইঞ্জিনিয়ারিং
2. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
3. বৈদ্যুতিক প্রকৌশল
4. ফার্মাসিউটিকাল ইঞ্জিনিয়ারিং
5. আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক
6. স্থাপত্য এবং সিভিল ইঞ্জিনিয়ারিং
7. কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি
8. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
অ্যাপ্লিকেশন ডকুমেন্টস:
>> এসএসসি / ও লেভেল বা সমমানের এবং এইচএসসি / এ লেভেল বা সমমানের মার্কশিট এবং সার্টিফিকেট
>> স্নাতক এর ট্রান্সক্রিপ্ট(মাস্টার এর জন্য)
>> স্নাতক সার্টিফিকেট (মাস্টার এর জন্য)
>> পাসপোর্ট প্রথম পাতা অনুলিপি
>> অধ্যাপক বা সহযোগী অধ্যাপক থেকে 2 সুপারিশপত্র
>> পাসপোর্ট আকারের ছবি
>> পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
>> শারীরিক পরীক্ষা ফর্ম (6 মাস বৈধ)
>> একটি স্টাডি প্ল্যান (স্নাতকদের জন্য) বা গবেষণা পরিকল্পনা (পণ্ডিত ও স্নাতকোত্তর) জন্য চীনা বা ইংরেজিতে লেখা (অধীন স্নাতকদের জন্য কম 200 শব্দ, পণ্ডিতদের জন্য কম 400 শব্দ, স্নাতকোত্তর জন্য কম 500 শব্দ)।
>> ভাষাগত দক্ষতা (যদি থাকে)
>> অভিজ্ঞ চিঠি দিয়ে পূর্ণ সিভি (যদি থাকে)
শেষ তারিখ: 15/03/2018
ক্লাস শুরু তারিখ: সেপ্টেম্বর 2018
আগ্রহী শিক্ষার্থীদের নিন্মের ফর্মটি পূরণ করার অনুরোধ করা হল।

Registration Now : https://goo.gl/JZUHYy

Level 0

আমি এবি রাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস