তথ্য ও প্রযুক্তিতে ফুল স্কলারশিপ নিয়ে চীনে পড়াশুনা

উন্নয়ন এবং শিল্প-কারখানায় চীনের উন্নতি অভূতপূর্ব। অথনৈতিক দিক থেকেও চীনের উন্নতি বিষ্ময়কর। অর্থনীতিতে চীনের অবস্থান এখন আমেরিকার পরেই। ২০৩০-সালের মধ্যে অর্থনীতির দিক থেকে আমেরিকাকে ছাড়িয়ে যাবে বলে অর্থনীতিবিদদের ভবিষ্যত্বানী রয়েছে।

আধুনিক এবং বিজ্ঞান ও পেশাদারী শিক্ষায় যতেষ্ট উন্নতি ও পারদর্শী না হলে বিষ্ময়কর এমন উন্নতি কোনভাবেই সম্ভবপর হতো না। চীনে অসংখ্য উন্নত ও আধুনিক এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। চীনে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ইউনিভারসিটি ও সমমানের কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। বিদেশ থেকে পাশ করা প্রফেসর, আধুনিক লাইব্রেরি ও ল্যাবরেটরি, উন্নত গবেষণার সুযোগ এবং ইংরেজি মাধ্যমে পড়তে পারা বিদেশি ছাত্রদেরকে আকর্ষণ করছে। বাংলাদেশ থেকে প্রচুর ছাত্র চীনে মেডিক্যাল পড়তে যাচ্ছে। শীঘ্রই বিভিন্ন বিষয়েও পড়তে যাবে স্কলারশীপ নিয়ে। অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি হওয়ায় চীন সরকার জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ডের মত বিদেশি ছাত্রদেরকে চীনে পড়বার জন্য বৃত্তি দিচ্ছে। ছাত্রদের মেধার মান অনুসারে ৪ ক্যাটাগরির বৃত্তি দিচ্ছে। এগুলো হলো- ফুল স্কলারশিপ কোন বেতন লাগবে না, থাকা-খাওয়া ফ্রি, হেলথ ইন্সুরেন্স ফ্রি, উপরন্ত প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে ২৫০০ ইউয়ান বা বাংলাদেশি টাকায় ৩১, ২৫০। মাস্টার্স পড়বে যারা তারা পাবে ৩০০০ইউয়ান এবং পিএইচডি ছাত্ররা পাবে ৩৫০০ ইউয়ান প্রতি মাসে। স্কলারশিপ দেওয়া হয় চারটি উত্স থেকে: গভ: স্কলারশিপ, লোকাল গভ:স্বলারশিপ, কনফুসিয়াস ইনস্টেকটিউনসউট স্বলারশিপ, এবং ইউনিভারসিটি স্বলারশিপ। চায়না স্কলারশিপ কাউন্সিলের সহযোগী প্রতিষ্ঠান Abroad Visa & Immigration –এর মাধ্যমে https://www.facebook.com/abroad.visa.immigration  বিস্তারিত জানা যাবে। [email protected] এই ই-মেইলে পাঠালে  জানতে পারবেন স্কলারশিপ পাবেন কিনা বা পেলে কোন ক্যাটাগরির স্কলারশিপ পেতে পারেন এবং সেই গ্রেডের সুযোগ-সুবিধা কি কি তা জানিয়ে দেওয়া হবে।

ফ্রি এসেসমেন্ট পাওয়ার জন্য নিজের ফর্ম পূর্ণ করুন।

ফর্ম পূর্ণ করতে এখানে ক্লিক করুন : https://goo.gl/JZUHYy

#চীনে ব্যাচেলর / মাস্টার ডিগ্রী শিক্ষার্থীদের জন্য #স্কলারশিপ
প্রোগ্রাম (চীনা / ইংরাজী-মাধ্যম):
1. সিভিল ইঞ্জিনিয়ারিং
2. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
3. বৈদ্যুতিক প্রকৌশল
4. ফার্মাসিউটিকাল ইঞ্জিনিয়ারিং
5. আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক
6. স্থাপত্য এবং সিভিল ইঞ্জিনিয়ারিং
7. কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি
8. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
অ্যাপ্লিকেশন ডকুমেন্টস:
>> এসএসসি / ও লেভেল বা সমমানের এবং এইচএসসি / এ লেভেল বা সমমানের মার্কশিট এবং সার্টিফিকেট
>> স্নাতক এর ট্রান্সক্রিপ্ট(মাস্টার এর জন্য)
>> স্নাতক সার্টিফিকেট (মাস্টার এর জন্য)
>> পাসপোর্ট প্রথম পাতা অনুলিপি
>> অধ্যাপক বা সহযোগী অধ্যাপক থেকে 2 সুপারিশপত্র
>> পাসপোর্ট আকারের ছবি
>> পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
>> শারীরিক পরীক্ষা ফর্ম (6 মাস বৈধ)
>> একটি স্টাডি প্ল্যান (স্নাতকদের জন্য) বা গবেষণা পরিকল্পনা (পণ্ডিত ও স্নাতকোত্তর) জন্য চীনা বা ইংরেজিতে লেখা (অধীন স্নাতকদের জন্য কম 200 শব্দ, পণ্ডিতদের জন্য কম 400 শব্দ, স্নাতকোত্তর জন্য কম 500 শব্দ)।
>> ভাষাগত দক্ষতা (যদি থাকে)
>> অভিজ্ঞ চিঠি দিয়ে পূর্ণ সিভি (যদি থাকে)
শেষ তারিখ: 15/03/2018
ক্লাস শুরু তারিখ: সেপ্টেম্বর 2018
আগ্রহী শিক্ষার্থীদের নিন্মের ফর্মটি পূরণ করার অনুরোধ করা হল।

Registration Now : https://goo.gl/JZUHYy

Level 0

আমি এবি রাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস