ইনোভেথন প্রতিযোগিতাটি প্রতিবছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কতৃক পরিচালিত ইনোভেশন ল্যাবের পক্ষ থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলার সাথে আয়োজন করা হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ যতদিন চলবে এটুআই ইনোভেশন ল্যাব এর ওয়েব পোর্টাল http://www.ilab.gov.bd তে গিয়ে রেজিস্ট্রেশন করে উদ্ভাবনী আইডিয়া জমা দেয়া যাবে।
নিচে ২ টি ভিডিওতে http://www.ilab.gov.bd তে রেজিস্ট্রেশন করার প্দ্ধতি এবং উদ্ভাবনী আইডিয়া জমা দেয়ার নিয়ম দেখানো হয়েছে।
ইনোভেথন ২০১৮ এর আইডিয়া জমা দিতে http://www.ilab.gov.bd তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে লগইন করলে একটি ড্যাশবোর্ড পাওয়া যাবে, উক্ত ড্যাশবোর্ড থেকে আইডিয়া জমা দেয়া যাবে।
ইনোভেথন ২০১৮ সম্পর্কে আপডেটেড তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন
ইনোভেশন ল্যাব ওয়েব সাইট :http://www.ilab.gov.bd
ইনোভেশন ল্যাব ফেসবুক গ্রুপ : https://web.facebook.com/groups/a2ilab/
ইনোভেশন ল্যাব ফেসবুক পেজ : https://www.facebook.com/a2ilab/
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।