প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত ইনোভেথন ২০১৮ প্রতিযোগিতায় আইডিয়া জমা দেয়া যাবে এখনো

প্রকাশিত
জোসস করেছেন

ইনোভেথন প্রতিযোগিতাটি  প্রতিবছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কতৃক পরিচালিত ইনোভেশন ল্যাবের পক্ষ থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলার সাথে আয়োজন করা হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮  যতদিন চলবে এটুআই ইনোভেশন ল্যাব এর ওয়েব পোর্টাল http://www.ilab.gov.bd তে গিয়ে রেজিস্ট্রেশন করে উদ্ভাবনী আইডিয়া জমা দেয়া যাবে।

নিচে ২ টি ভিডিওতে  http://www.ilab.gov.bd তে  রেজিস্ট্রেশন  করার প্দ্ধতি এবং উদ্ভাবনী আইডিয়া জমা দেয়ার নিয়ম দেখানো হয়েছে।

ইনোভেথন ২০১৮  এর আইডিয়া জমা দিতে http://www.ilab.gov.bd তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে লগইন করলে একটি ড্যাশবোর্ড পাওয়া যাবে, উক্ত ড্যাশবোর্ড থেকে আইডিয়া জমা দেয়া যাবে।

কেন ইনোভেথন ২০১৮ তে আইডিয়া জমা দেবেন?

  • এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে পুরস্কার, সার্টিফিকেট এবং জাতীয় সম্মাননা প্রাপ্তির সুযোগ রয়েছে।
  • প্রতিযোগিতায় বিজয়ী প্রতিটি প্রকল্পের জন্য এটুআই ইনোভেশন ফান্ড থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
  • প্রতিযোগিতায় বিজয়ী উদ্ভাবকগণ  (এটুআই) প্রোগ্রাম এর সার্বিক তত্বাবধানে পরিচালিত ইনোভেশন ল্যাবের সার্বিক সহযোগিতায় প্রকল্পকে জাতীয় সমস্যা সমাধানের উপযোগী করে তৈরি করার সুযোগ পান।
  • ইনোভেশন ল্যাবের কেন্দ্রীয় মেন্টর প্যানেলের সাথে বিজয়ী উদ্ভাবকগন কাজ করার সুযোগ পান। প্রকল্পটি কিভাবে আরো কার্যকরভাবে  জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে বা কিভাবে প্রকল্পটিকে কমার্শিয়ালাইজেশন করা যেতে পারে ইত্যাদি বিষয়ে  মেন্টরদের কাছ থেকে উদ্ভাবকগন প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারেন।
  •  প্রকল্প সমূহ সরকারী সেবা ও জনকল্যাণ নিশ্চিৎ করতে সক্ষম হলে বা কমার্শিয়ালাইজেশনের জন্য উপযোগী হিসেবে বিবেচিত হলে এটুআই, সংশ্লিস্ট মন্ত্রণালয় এবং অন্যন্য সহায়োক সংস্থার সংশ্লিষ্টতায় চুড়ান্তভাবে বাস্তবায়নের ব্যবস্থা করা হয়।

এটুআই ইনোভেশন ল্যাব এর রেজিস্ট্রেশন করার প্দ্ধতি জানতে নিচের ভিডিওটি দেখুন।

ইনোভেথন ২০১৮ তে আইডিয়া জমা দেয়ার প্দ্ধতি জানতে  নিচের ভিডিওটি দেখুন।

ইনোভেথন ২০১৮ সম্পর্কে আপডেটেড তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন
ইনোভেশন ল্যাব ওয়েব সাইট :http://www.ilab.gov.bd
ইনোভেশন ল্যাব ফেসবুক গ্রুপ : https://web.facebook.com/groups/a2ilab/
ইনোভেশন ল্যাব ফেসবুক পেজ : https://www.facebook.com/a2ilab/

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস