আমি জাফর হোসাইন জাফি ভাইয়ের একজন ছাত্র।ইউটিউবে আমার হাতে খড়ি জাফি ভাইয়ের ভিডিওর মধ্য দিয়ে হয়েছে।আলহামদুল্লিাহ আমার শুধু ১ টা ভিডিও দিয়ে আর্ন হয়েছে ৫০০+ ডলার। তাই আমিআপনাদেরকে বলব হাল ছাড়বেন না,কাজ করে যান। এই টিউনটি আমি লিখেছি আপনাদের জন্য এটা Video SEO Guide - Brian Dean এর লিখা টিউনকে বাংলায় অনুবাদ করেছি। আমার যদি কোন ভুল দেখেন ক্ষমার দৃ্ষ্টিতে দেখবেন। জাফি ভাইয়ের গ্রুপ লিংক নিচে দেয়া আছে যেখানে হাজার হাজার মার্কেটার আছে হেল্প করার মত। নিচে জাফি ভাইয়ের SATV তে ইন্টারভিউর একটা ফেইসবুক টিউন দেয়া হল ওনার ওয়াল থেকে। উনাকে চিনুন আর কাজ চালিয়ে যান।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও র্যাঙ্কিং করতে হয় (ধাপে ধাপে)..
কারণ # 1: অধিকাংশ ভিউ আসে YouTube Suggested এর মাধ্যমে। (সার্চ ইঞ্জিন থেকে নয়)
হ্যাঁ, আপনাকে YouTube এবং Google অনুসন্ধানের জন্য আপনার ভিডিওগুলি অপ্টিমাইজ করা উচিত। কিন্তু বেশিরভাগ লোকই শুধুমাত্র অনুসন্ধানের মাধ্যমে তাদের ভিডিও ট্রাফিকের প্রায় 15-25% পান।
বাকি ভিউগুলি suggested videos এবং "browse features" থেকে আসে। এই বিষয় নিয়ে আমি পরে কীভাবে অপ্টিমাইজ করা যায় তা আপনাদের দেখাব।
গুগল (যেমন "life insurance") 100k মাসিক search হয়, কিন্তু এই কীওয়ার্ড ইউটিউবে মাত্র 50 search result পেতে পারে। অন্যদিকে, ইউটিউব-তে একটি (যেমন "Cute Cat") Keyword Monthly (মাসে) Bazillion (অধিক) অনুসন্ধান পায় এমন একটি শব্দ যা Google এ যথেষ্ট পরিমাণে কম সার্চ পাবে। এখন আমার জন্য আপনার 5 টি প্রিয় ভিডিও কীওয়ার্ড রিসার্চ কৌশল দেখানোর সময়। তাহলে আমরা বুঝতে পারলাম Google & YouTube Search Ranking একই নয়।
এটি শুধুমাত্র Google Suggest এর মত কাজ করে। অনুসন্ধান ক্ষেত্রে একটি কীওয়ার্ড টাইপ করুন। পরামর্শগুলির একটি তালিকা দেখতে পাবেন:
এই কৌশলকে কম মূল্যায়ন করবেন না। ইউটিউব আপনাকে আক্ষরিকভাবে মানুষ যা অনুসন্ধান করে তার সঠিক কীওয়ার্ড আইডিয়া সম্পর্কে বলছে। আসলেই অসাধারন একটা টেকনিক।
তাই যদি আপনি কোন খারাপভাবে অপ্টিমাইজড ভিডিও খুঁজে পান যা একটি কীওয়ার্ডের জন্য র্যাঙ্ক হয়, তাহলে এটি আপনার তালিকায় যোগ করুন।আপনি High Quality Content দিয়ে, কীওয়ার্ড-অপটিমাইজড ভিডিও প্রকাশ করে সেই ভিডিওটি অতিক্রম করতে পারেন।আগামী পর্বে আরো একটি অসাধারন টুলস নিয়ে আলোচনা করব যা আপনাকে ভিডিও র্যাঙ্কিং করতে আরো সহযোগিতা করবে। তাই সাথে থাকুন।
টিউনটি ভাল লাগলে ফিডব্যাক দিবেন।
আমি মুহাম্মদ জাবেদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালো টিপস, ধন্যবাদ।
ফাইবার মার্কেটপ্লেসের উপর কিছু প্রশ্ন এবং উত্তর
http://techprotunes.com/fiverr-question-and-answer/