নাসার মহাকাশ মিশনে নতুন নতুন গ্রহের সন্ধান লাভ

বিশ্বের জনসংখ্যা যেভাবে হু হু করে ক্রমশ বেড়েই চলেছে তাতে সবাই ভাবছে আমাদের এই পৃথিবীটা যখন বসবাসের অযোগ্য হয়ে পড়বে, তখন মানুষ কোথায় গিয়ে দাাঁড়াবে। এমন চিন্তা থেকেই বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে অন্যত্র পাড়ি জমানোর অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের কথা ভেবেই চলেছে। এ জন্য চলছে নিরন্তর গবেষণা। গবেষণার সুফলও পেয়ে চলেছে বিজ্ঞানীরা। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে কেবল মঙ্গলই সর্বদা আশার আলো দেখিয়েছে।

শত প্রতিবন্ধকতা স্বত্ত্বেও গবেষকরা এখানে বসবাসের চিন্তার পাশাপাশি নতুন কোনো জায়গা খুঁজে ফিরছে সর্বদা। খুঁজতে খুঁজতে সৌরমন্ডলের বাইরে কতগুলো ভিনগ্রহের সন্ধানও পেয়ে গেলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস এন্ড স্পেস এজেন্সি নাসাযে সংস্থাটি মহাকাশ নিয়ে গবেষণা করে থাকে এবং সময়ে সময়ে পৃখিবীর বাইরে স্পেস শাটল পাঠায়।  নাসার বরাবরই বিশ্বাস ছিল সৌরমন্ডলের বাইরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলের মতো ভিন গ্রহের সন্ধান মিলবে। আর পেয়েও গেল সম্প্রতি নাসার এক মহাকাশ মিশনে।যে মিশনকে নাসা সবার সাথে পরিচিত করিয়েছে কেপলার মিশন নামে।

সৌরমন্ডলের বাইরে এ গ্রহগুলোকে আমরা সাধারণত বলে থাকি এক্সো-প্ল্যানেট্‌স বা ভিন গ্রহ।আর নাসার কেপলার মিশন-এ সৌরমন্ডলের বাইরে একটি দু’টি নয় যে ২০টি গ্রহের সন্ধান মিলেছে, সেই ভিন গ্রহগুলো আদতে পৃথিবীর মতোই পাথুরে গ্রহ বা রকি প্ল্যানেট। এই পাথুরে গ্রহগুলোর আবহাওয়াতেও রয়েছে পৃথিবীর সাথে বেশ সাদৃশ্য। এ গ্রহগুলো অবিরাম ঘুরে চলেছে কোনো না কোনো নক্ষত্রের চারিদিকে।

সৌরমন্ডলের বাইরে নতুন আবিস্কৃত ২০ টি গ্রহের মধ্যে যে গ্রহটির সাথে পৃথিবীর সর্বাধিক মিল খুঁজে পাওয়া গেছে তার নাম দিয়েছে নাসা কেওআই-৭৯২৩.০১ রূপে। এখন নাসা কেপলার মিশনে প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে দেখছে, এখানে মানুষের স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা আছে কতটুকু। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আসবে সেই দিন, যখন আমরা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে থাকার মতো নতুন এই ভিন গ্রহগুলোতেও থাকতে শুরু করবো কিংবা মন ভালো করতে বেড়াতেও চলে যেতে পারবো।

সময় হাতে থাকলে প্রযুক্তি বিষয়ক আরো তথ্য পেতে ঘুরে আসুন এখানে

Level 1

আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া।আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোশ্যাল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি আমার ক্ষুদ্র জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে। আর যতটুকু জানি তা সবার মাঝে বিলিয়ে দিতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস