রাডার কি ? রাডার কীভাবে কাজ করে ?

এক গভীর অন্ধ্যকার রাতে একটি জাহাজ সমুদ্রে ভ্রমন করতেছে- প্রচন্ত কুয়াশায় চারদিকে ঢেকে রয়েছে,

কিছুই ঠিক মত দেখা যাচ্ছে না – যার ফলে একের  উপর জাহাজের সাথে ঢাক্কা  লেগে যেতে পারে, এমন কি সমুদ্রে বিশাল বড় বড় বরফ খন্ড সাথে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঠিক তেমন টাইটানিক জাহাজ বিশাল বরফ খন্ড সংঘর্ষে ডুবে গেয়েছিল।

তো কিভাবে জাহাজটি নিরাপতে তার গন্তব্য স্থানে পৌছাবে ?

নিরাপতে চলার জন্য রাডার নামক যন্ত্র ব্যবহার করে এই সমস্যার  সমাধান করে থাকে। এটি  উচ্চ রেডিও তরঙ্গ ব্যবহার করে লুকায়িত কোন বস্তুকে দেখতে সাহায্য করে।এছাড়া অনেক দূরের বা কাছের জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুসমূহের পৃষ্ঠতল এবং বৈশিষ্ট্য সম্বন্ধেও এটি তথ্য প্রদান করে থাকে। রাডারকে অনেক সময় আরও পূর্ণাঙ্গ কোন ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা হয় বা এর সাথে সহযোগী অন্য যন্ত্র ব্যবহার করা হয়। এটি যে ধরণের বস্তু সম্বন্ধে ধারণা তার মধ্যে রয়েছে বিমান, জাহাজ, গাড়ি, আবহাওয়ার গড়ন, জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু এবং ভূমি। তো এবার  চলুন, এটি কীভাবে কাজ করে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…

 

রাডার কী ভাবে কাজ করে ?

আমরা ইতিমধ্যেই জেনেগেছি যে রাডার উচ্চ রেডিও তরঙ্গ ব্যবহার করে থাকে। রাডার মধ্যেস্থিত একটি প্রেরক যন্ত্রের চারপাশে বেতার তরঙ্গ প্রেরন করা হয় যা কোন বস্তু থেকে প্রতিফলিত হয়ে এসে গ্রহক যন্ত্রে ধরা পড়ে। গ্রাহক যন্ত্র সাধারনত প্রেরক যন্ত্রের কাছেই বা একই স্থানে অবস্থান করে।রাডারের ব্যবহৃত রেডিও তরঙ্গ আলোর তরঙ্গ হতে মিলিয়ন গুন বেশি লম্বা হয়ে থাকেএবং এর  কম্পাঙ্ক অনেক দুর্বল হয়ে থাকে G

 

রাডার কোথায় ব্যবহার করা হয় :

রাডার যন্ত্র আকাশে উড়োজাহাজে, সামুদ্রিক জাহাজে এবং স্থলভাগের যে কোনো স্থানেই ব্যবহার করা যায়। স্থলভাগে বসানো রাডার যেমন বলে দিতে পারে আকাশে কোথাও শত্র  বিমানের আগমন ঘটেছে তেমনি বিমানে অবস্থিত রাডারও বলে দিতে পারে নিচে কোথায় বিমান বন্দরের অবস্থান, টার লক্ষ্যবস্তু বা তার আশেপাশের অন্য কোনো শত্রুর বিমান আছে কিনা, কত দূরে আছে।

 

শেষ কথা :

রাডার এক আসাধরণ প্রযুক্তি যা আমরা দূরের কোন বস্তুর অস্তিত্ব সম্পর্কে খুব সহযে জানতে পারি। আশা করি আপনারা মতামতি এটার সম্পর্কে বিস্তারিত জেনেছেন। আর নিছে অব্যশই টিউমেন্ট করতে ভুলবেন না।

 

ইমেজ ক্রেডিট : pixabay

Level 2

আমি রক স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস