কি বোর্ডের ১০ শর্টকাট কি !!

যাঁরা নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের অনেকেরই হয়তো জানা আছে, মাউসের বদলে কি-বোর্ড চেপেই কম্পিউটারের কিছু কাজ দ্রুত করা যায়। এ ধরনের সহজ পদ্ধতিকে বলা হয় কি-বোর্ড শর্টকাট। দৈনন্দিন কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজতর করতে পারে কি-বোর্ডের এমন ১০ শর্টকার্ট থাকছে এখানে।

দ্রুত সফটওয়্যার পরিবর্তন

যদি আপনি একই সময়ে একাধিক সফটওয়্যারে কাজ করে থাকেন, তবে বারবার মাউসের মাধ্যমে নির্দেশনা দেওয়া বিরক্তির মনে হতে পারে। তাই ALT ও TAB বোতাম দুটি একসঙ্গে চেপে সহজেই এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে যেতে পারবেন। ম্যাক ওএস-এ COMMAND ও TAB বোতাম চেপে এই সুবিধা পাওয়া যাবে।

কম্পিউটার লক করতে

কম্পিউটারে ব্যক্তিগত বা গোপনীয় কোনো কাজের ফাঁকে হুট করে কোথাও যেতে হলে কম্পিউটারটি লক করে যাওয়া ভালো। না, সত্যিকার তালা লাগিয়ে যেতে বলছি না। কম্পিউটারে দ্রুত ভার্চ্যুয়াল লকটি সক্রিয় করতে চাইলে উইন্ডোজ লোগো ও L বোতামটি একসঙ্গে চাপলেই তা হয়ে যাবে। ম্যাক ওএসের সর্বশেষ সংস্করণে COMMAND, CTRL ও Q বোতাম একসঙ্গে চাপলেই কম্পিউটার লক হবে।

সফটওয়্যার বন্ধ করতে চাইলে?

জানতে ভিডিও দেখুনঃ

Level 1

আমি Rafiul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস