চলুন এবার সহজে প্রস্তুত করি সাবান (বোনাস হিসেব রসায়নের কিছু সহজ টিপস)

আসসালামু আলাইকুম, বরাবরের মত এবার আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে সাবান প্রস্তুত করা যায । এজন্য যা যা প্রয়োজন এবং কার্যপ্রনালী নিচে দেয়া হল :

প্রয়োজন :

  • ১। ছিপিসহ একটি প্লাস্টিকের বোতল
  • ২। একটি ছোট বিকার
  • ৩। তৈল - ১০০ মি.লি.(নারিকেল তেল)
  • ৪। সোডিয়াম হাইড্রক্সাইড - ১৫ গ্রাম
  • ৫। পানি - ৩০ মি.লি.

কার্যপ্রণালি :

প্রথমে একটি বিকারে পানি নিয়ে তার মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভুত করি । সাবধান এসময় তাপ উৎপন্ন হয়ে বিকার গরম হয়ে যাবে । এটাকে কিছুক্ষন ঠান্ডা করার জন্য রেখে দিই । এরপর প্লাস্টিকের বোতলে নারিকেল তেল সম্পূর্ণ ঢেলে নিই । এখন বিকারের দ্রবণটি প্লাস্টিকের বোতলে ভরে বোতলের ছিপি আটকে উত্তমরূপে ঝাকাই । এর পর তা আধা ঘন্টা বা এক ঘন্টা স্থির রেখে দেই । দেখা যাবে বোতলে খুব সুন্দর জমাট বেঁধে সাবান তৈরি হয়েছে । এরপর সাবান সংগ্রহ করি ।

রসায়নের কিছু বিষয় মনে রাখা ছোট্ট কয়েকটি টিপস :

  • ১। অ = অম্ল, নী = নীল, লা = লাল
    অনীলা = অম্ল নীলকে লাল করে (লিটমাস পরীক্ষা)
  • ২। ই = ইলেকট্রন, ট = টমসন (থমসন)
    প = প্রোটন, রে = রাদারফোর্ড
    নী = নিউট্রন, চে = চ্যাডউইক
    # ইট পরে নীচে
  • ৩। হিলি = হিলিয়াম, নিলি = নিয়ন, আর = আর্গন,
    কৃপা = ক্রিপ্টন, যায় = জেনন, রংপুরে = রেডন
    # হিলি নিলি আর কৃপা যায় রংপুরে (নিস্ক্রিয় গ্যাস)
  • ৪। আসেন = As, বিয়াই = Bi, সবাই = Sb,
    গিয়ে = Ge, টেবিলে/টুলে = Te, ব = B, সি = Si
    # আসেন বিয়াই সবাই গিয়ে টুলে/টেবিলে বসি (অপধাতু)
  • ৫। ফ্রান্সে = Fr, বেড়াতে = Br, গেলাম = Ge,
    হাজীর = Hg, সাথে = Sb
    # ফ্রান্সে বেড়াতে গেলাম হাজীর সাথে (তরল ধাতু)

চলবে .......

পরিশেষে টেকটিউনস কর্তৃপক্ষের নিকট একটি আবেদন শিক্ষা বিভাগ নামে একটি নতুন বিভাগ খোলার জন্য। টেকটিউনসে অনেকেই আছেন যারা শিক্ষার্থী । তারা এখান থেকে যাতে কিছু শিখতে পারে। ধন্যবাদ

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোডিয়াম হাইড্রক্সাইড কই কিনতে পাওয়া যায়? দাম কত হতে পারে?

১০ শ্রেনীর কমার্সের বিজ্ঞান বইয়ে সাবান, শ্যাম্পু, লোশান, তেল, জীবানু নাশক সহ অনেক কিছু আছে। কিন্তু বিভাগীয় দ্বিতীয় হয়েও কিছু বুঝি না! বুঝবই বা কি করে? আমাদের বিজ্ঞান ক্লাশ নেন ইংলিশ টিচার! বিজ্ঞানের ৮-১২ জন টিচারই বিজ্ঞান বিভাগ পড়াতে ব্যাস্ত 😆

    ভুল হলে ক্ষ্মা প্রার্থী 🙁

    ইত্তেফাক অফিসের পাশে একটা মার্কেট আছে যেখানে ল্যাবেরটরির যন্ত্রপাতি ও কেমিক্যাল বিক্রি করা হয় ।
    সেখান থেকে কিনতে পার।

Valo jinis sikhalen

আপনার পোস্ট পড়ে আমার মুসুরের ডাল থেকে সাবান বানানোর কথা মনে পড়ে গেল। এরোমেটিক সাবানের এড দেখে মনে হয়েছিল সাবান মুসুরের ডাল থেকে বানাই 😛

    সাবান কি বানানো হয়েছিল ?

    নাহ। দুপুরে রোদে শুকাতে দিয়েছিলাম। সন্ধায় দেখি শক্ত হাড্ডি হয়ে গেছে

আসলেই ব্যাতিক্রম কিছু শিখতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ। আর টেকটিউনসে শিক্ষা বিভাগ খোলার ব্যাপারে আমিও একমত। ব্যাপারটি টিটি কর্তৃপক্ষ ভেবে দেখবেন আশা করি। সেই সাথে আপনাকেও সাবধান করে দিচ্ছি বিভাগ চালু হলে কিন্তু আপনাকেই এর ভার বহন করতে হবে। কারন এই বিষয়ে এত সুন্দর ফাটাফাটি টিউন আমরা আর কারোও কাছে পাইনি। প্লিজ কন্টিনিউ করে যান।

    অনেক ধন্যবাদ একমত হওয়ার জন্য । চেষ্টা করব নতুন নতুন আরও অনেক কিছু দেয়ার ।

ধন্যবাদ স্যার।

ধন্যবাদ স্যার সাবান বানিয়ে আপনাকে জানাবো

আহা, টিপসগুলো যদি ৬ বছর আগে পাইতাম……কেমিষ্ট্রি যমের মত ভয় করি। HSC-তে ঐ একটা বিষয়েই A+ পাই নি !

S.S.C পরকিক্ষার সময় একটা সাবান বানায় ছিলাম ।

“রসায়নের কিছু বিষয় মনে রাখা ছোট্ট কয়েকটি টিপস”
খুব ভালো লাগলো……

অ্যাল কালি, কালি করে
অ্যাসিড করে লাল…………………..(লিটমাস পরীক্ষা)

ধন্যবাদ

    অনেক ধন্যবাদ । আরও কিছু থাকলে দেন প্লিজ । এড করে দেব ।

    অনেক ছোটোর সময় পড়েছিলাম…………..সব মনে নেই…………মনে পড়লে জানাবো…..
    একটু দাঁড়ান…..
    আরে একটা মনে পড়ে গেলো…..

    (প্রীজমে আলোর পরীক্ষা) সাদ আলোর রঙ বিভাজন………….

    বেনীআসহকলা
    বে = বেগুনি
    নী = নীল
    আ = আকাশি
    স = সবুজ
    হ = হলুদ
    ক = কমলা
    লা = লাল

    *
    মনে হয় স্মৃতি আমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে…..চেক করে নেবেন…এডিট করে দেবেন ভুল গুলো…
    আবারো ধন্যবাদ………

    ধন্যবাদ আপনকে । এডিট করে দিয়েছি । দেখুনতো ঠিক আছে কিনা !
    স্মৃতির আকশে একটু ঘুরে আসুন, দেখুন কিছু পান কিনা ।

ধন্যবাদ জানানোর জন্য

আপনার টিউনগুলো সত্যিই ব্যাতিক্রমধর্মী। রসায়নের মনে রাখার ট্রিক্সগুলো বেশি ভাল লাগল। চলবে দেখে খুশি হলাম। আশা করি শিঘ্রই পাব।

    ভাল লাগল জেনে আমারও ভাল লাগল । চেষ্টা করব শীঘ্রই নতুন কিছু দেয়ার ।

স্যার, চালিয়ে যান। আর হ্যাঁ টেকটিউনস-এ পড়ালেখা সংক্রান্ত একটা আলাদা বিভাগ থাকা খুবই জরুরী।