আসসালামু আলাইকুম, বরাবরের মত এবার আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে সাবান প্রস্তুত করা যায । এজন্য যা যা প্রয়োজন এবং কার্যপ্রনালী নিচে দেয়া হল :
প্রথমে একটি বিকারে পানি নিয়ে তার মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভুত করি । সাবধান এসময় তাপ উৎপন্ন হয়ে বিকার গরম হয়ে যাবে । এটাকে কিছুক্ষন ঠান্ডা করার জন্য রেখে দিই । এরপর প্লাস্টিকের বোতলে নারিকেল তেল সম্পূর্ণ ঢেলে নিই । এখন বিকারের দ্রবণটি প্লাস্টিকের বোতলে ভরে বোতলের ছিপি আটকে উত্তমরূপে ঝাকাই । এর পর তা আধা ঘন্টা বা এক ঘন্টা স্থির রেখে দেই । দেখা যাবে বোতলে খুব সুন্দর জমাট বেঁধে সাবান তৈরি হয়েছে । এরপর সাবান সংগ্রহ করি ।
চলবে .......
পরিশেষে টেকটিউনস কর্তৃপক্ষের নিকট একটি আবেদন শিক্ষা বিভাগ নামে একটি নতুন বিভাগ খোলার জন্য। টেকটিউনসে অনেকেই আছেন যারা শিক্ষার্থী । তারা এখান থেকে যাতে কিছু শিখতে পারে। ধন্যবাদ
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
সোডিয়াম হাইড্রক্সাইড কই কিনতে পাওয়া যায়? দাম কত হতে পারে?
১০ শ্রেনীর কমার্সের বিজ্ঞান বইয়ে সাবান, শ্যাম্পু, লোশান, তেল, জীবানু নাশক সহ অনেক কিছু আছে। কিন্তু বিভাগীয় দ্বিতীয় হয়েও কিছু বুঝি না! বুঝবই বা কি করে? আমাদের বিজ্ঞান ক্লাশ নেন ইংলিশ টিচার! বিজ্ঞানের ৮-১২ জন টিচারই বিজ্ঞান বিভাগ পড়াতে ব্যাস্ত 😆