পড়া মনে রাখার ৬টি সহজ পদ্ধতি জেনে রাখুন কাজে দিবে।
আজকের টিউটোরিয়া শুধু তাদের জন্য যারা আমরা লেখা পড়া করি আমরা হয়তো অনেক আছি যে পড়া মুখুস্ত করতে পারি না যার কারনে পড়তেও বসি না েএই জন্য হয়তো আমারা পরিক্ষাতে খারাপ রেজাল্ট করি এবং কেউ যদি বলে তো মাথা ভালো না আমরা সেই কথা ঠিক মনে করি কিন্তু আমার এই টিউটোরিয়াল যদি দেখেন তাহলে আসা করি এই নিয়ম মেনে চলে আপনি অতি অপ্ল সময়ে মাধে এই কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারেন কিন্তু নিয়ম গুলো প্রতি দিন মানতে হবে। আমরা হয়তো এক কিংবা দুই দিন মানি তারপর দেখা যায় আর মানি যার কারনে আমরা সাফল্যের কাছে পৌছাতে পারি না তাই আমরা ধর্য সহকারে এই নিয়ম গুলো মেনে চলার চেষ্টা করবো তাহলে অবশ্যই আমরা আসানো রুপ ফল পাবো। তো সবই ভালো থাকবেন আর ভিডিও টি দেখবেন।
যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে করে দিবেন শেয়ার এর মাধ্যমে এবং সেই সাথে আরো নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্কাইব করে রাখবেন।
সবাই কে ধন্যবাদ।
আমি মোঃ শাহিন মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় মোঃ শাহিন মিয়া,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।