পিডিএফ সার্চ ইঞ্জিন

আজকে নেটে ঘুরাঘুরি করতে গিয়ে দারুন একটি ওয়েব এপলিক্যাশান খুঁজে পেলাম: পিডিএফ সার্চ ইঞ্জিন - ডেটা সিট। চমৎকার এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনমত বিভিন্ন রিপোর্ট, ফাইল, পাবলিব পেপার, গবেষনা পত্র , ই-বুক ইত্যাদি খুঁজে পাবেন। আর Most Popular পেইজের মাধ্যমে আপনি সবচেয়ে বেশি সার্চ করা পিডিএফ এর একটি তালিকা পেয়ে যাবেন।

datasheet.png

যারা গবেষনার কাজে জড়িত তারা সত্যিই খুব উপকৃত হবেন। আর স্টুডেন্টরা একটু ঘাটাঘাটি করলেই নিজেদের এসাইনমেন্টের জন্য ভাল কিছু রেফারেন্স পেয়ে যেতে পারেন। আমি আমার নেক্সট এসাইনমেন্টের জন্য এটিই ব্যবহার কবর ভাবছি। দেখি কীরকম ফল পাই। আর আপনাদের অবস্থাও জানিয়েন।

Level 3

আমি প্রযুক্তিবিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যে আমার কত বড় উপকার করলের তা বলে বোঝাতে পারব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আরে কঠিন তো।

সাইটটিতে প্রথম এলাম। ভালই লাগল। লেখা উপকারে লাগবে।

খারাপ না।

Level 0

ধন্যবাদ দিয়ে ছোট করবো না।

Level 0

মজাই পেলুম…

জব্ব………………………………………………..র।