স্মার্ট টিভি বর্তমান বিনোদনের অন্যতম একটা উপাদানে পরিনত হয়েছে। যেখানে স্যাটেলাইট চ্যনেলের পাশাপাশি রয়েছে ইন্টারনেট ব্যবহার করে আরও বিস্তারিত সুবিধা উপভোগ করার সক্ষমতা। বিভিন্ন টিভি ব্র্যান্ডের সাথে রয়েছে বিভিন্ন অপারেটিং সিস্টেম, যাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য গ্রহণযোগ্যতা পেয়েছে বিভিন্ন ব্যবহারকারিদের কাছে।
বর্তমানে, ডিজিটাল যুগের যে একটা হাওয়া বইছে, তার সাথে স্মার্ট কথাটা শুধুমাত্র স্মার্ট ফোনের সাথেই আর সীমাবদ্ধ নেই। সেটা এখন টিভি হয়ে, গাড়ি, বাড়ী, ফ্রিজ গড়িয়ে একেবারে পোশাক পর্যন্ত চলে গিয়েছে এবং ছুটছেই। অনেকটা স্মার্ট ফোনের অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড, এইওএস, উইন্ডোজ এর মতই বিভিন্ন স্মার্ট টিভি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, তাদের টিভিতে ব্যবহার করেছেন এন্ড্রয়েড, ফায়ারফক্স ওএস, টাইজেন, ওয়েব ওএস প্রভৃতি। চলুন এবার দেখা যাক আমাদের প্রয়োজন, সামর্থ্য ও রুচি অনুযায়ী কোনটা কার জন্য উপযুক্ত হবে...
আসলে এন্ড্রয়েড এর জনপ্রিয়তার দরুন, এখন টিভিতেও ব্যবহার করা হচ্ছে। মূলত সনি গুগলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সাথে শার্প ও ফিলিপ্স ও হয়েছে তবে, উৎপাদন, বিপনন ও বাজার দখলে সনিই সবার উপরে। এন্ড্রয়েড হওয়াতে সভাবতই অনেক এপ্পস এর স্বাদ পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য এন্ড্রয়েড ডিভাইস যেমন স্মার্ট ফোন ও ট্যাব থেকে বিভিন্ন এপ্পস (Chromcast) এর মাধ্যমে স্মার্ট টিভিতে যুক্ত থাকা যাবে।
Google Play Store, Google Play Music, Google Play Movies and TV, YouTube, Netflix সহ জনপ্রিয় প্রায় সকল এপ্পস টিভিতে ব্যবহার করা যাবে, এ ছাড়াও সনি স্মার্ট টিভিতে ১৬ জিবির মত বিশাল জায়গা থাকে, ফলে একে অনেকটা বড় কম্পিউটার বা ট্যাব এর মত করেও ব্যবহার করা যায়। টিভি রিমোটে রয়েছে ভয়েচ সার্চ করার মত স্মার্ট অপশনও।
তবে সত্যি বলতে, এই ২০১৭ সালেও অনেক বাকি তাদের অপারেটিং সিস্টেমকে আরও পরিনত করার। আর এখনও অনেক এপ্পসই শুধুমাত্র ছোট পর্দায় (স্মার্ট ফোন ও ট্যাব) ভালভাবে ব্যবহার উপযোগী। তাই এই এপ্পস ডেভেলপারদের আরও কাজ করতে হবে, যদি ভবিষ্যতে এন্ড্রয়েড টিভিকে আরও পরিপূর্ণ করতে চায়।
জনপ্রিয় ইন্টারনেট ব্রাউসার ফায়ারফক্স, যার আসল মালিক মজিলা ফাউন্ডেশান এর সাথে চুক্তিবদ্ধ হয়ে একমাত্র প্যানাসনিক বাজারজাত করে থাকে ফায়ারফক্স স্মার্ট টিভি। এই অপারেটিং সিস্টেমের বিশেষ বৈশিষ্ট্য হল, গুরুত্বপূর্ণ এপ্পস এর বিশাল সমাহার, সাথে পরিষ্কার এবং সহজ ইন্টারফেস।
এর My Home Screen 2.0 ইন্টারফেসে টিভি চ্যানেল, এপ্পস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারগুলো পাওয়া যাবে খুব সহজে। অধিকন্তু, ফায়ারফক্স এর এপ্পস আইকনগুলো স্পষ্ট, বড়, সুন্দর রঙ এর ব্যবহার করা হয়েছে যা এটাকে করেছে সবার থেকে আলাদা।
এটার ইন্টারফেস অনেক সাধারন কিন্তু সত্যিই কাজের, ফায়ারফক্স টিভির ইন্টারফেসকেই বর্তমানে সবচেয়ে সহজ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, এর এপ্পস আইকন, ডিভিস, টিভি ইনপুট, বিশেষ টিভি চ্যানেল সকিছুই সহজে ও একজায়গাতেই পাওয়া যায়। এর Netflix, Amazon Instant Video, YouTube, AccuWeather and iPlayer এপ্পস গুলো এই স্মার্ট টিভির প্রতি ভালোলাগা যেমনি অতুত রাখবে, ঠিক তেমনি মোবাইল ফোনে ফায়ারফক্স ওএস বন্ধ হয়ে যাওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে এর কাস্টমারা একটু শঙ্কিত হয়ে পরেছেন, যার আর একটা বড় কারন হল প্যানাসনিক ইলেক্ট্রনিক্স এর নিরব থাকা।
হ্যাঁ, টাইজেন নামটি মূলত স্যামসাং এর সাথেই জড়িত। স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ এর পর এই ২০১৭ সালে তাদের টিভিতেও ব্যবহার করা হয়েছে টাইজেন ওএস, যেখানে স্যামসাং ছাড়াও ইন্টেল, ক্যাসিও, হুয়াই সহ আরও বড় বড় প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এটা অনেকটা ওয়েব ওএস এর মত, বড়, উজ্জ্বল আইকন ও শর্টকাট একে করেছে সহজ ও দ্রুত ব্যবহারের উপযোগী।
টাইজেন ইন্টারফেস সবসময় এর ব্যবহারকারির ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে, এবং সেই অনুযায়ী বিভিন্ন এপ্পস ও ফিচারের পরামর্শ দিয়ে থাকে। Netflix, Amazon Instant Video, Hulu, HBO Go / HBO Now, YouTube, Spotify, Vudu এই গুরুত্বপূর্ণ এপ্পস গুলো টাইজেন টিভিকে করেছে আরও সমৃদ্ধ।
এছাড়াও, স্যামসাং এর টাইজেন স্মার্ট টিভিতে রয়েছে স্যামসাং স্মার্ট হাব যার ফলে হোম স্ক্রীন ইচ্ছামত সাজানোর সুবিধা, আর একটা সুবিধা যা না বললেই নয়, সেটা হল, এর স্প্লিট স্ক্রীন সুবিধা। যেমন টিভির অর্ধেকটাতে টিভি দেখছি, অন্য অংশে ইন্টারনেট ব্যবহার করা করছি, যা সত্যি অনেক কাজের।
২০১৪ সালে ওয়েব ওএস আসার পড়ে, এলজি তাদের পরবর্তী সব স্মার্ট টিভিতে নিয়ে আসে, সাথে সাথে ওয়েব ওএস এর ফিচারগুলোও বর্ধিত ও পরিমার্জিত করতে থাকে, যা এই ২০১৭ তে ৩.৫ সংস্করণ এ উন্নিত করেছে।
এর ইন্টারফেস অনুযায়ী, নিচের দিকে একটা টাস্কবার রয়েছ, যেখানে বিভিন্ন এপ্পসগুলো সাজানো থাকে, সাথে থাকে HDMI ইনপুট, টিভি চ্যানেল ইনপুট সহ প্রায় প্রয়োজনীয় সব কিছু। এটা অনেক দ্রুত কাজ করে, কিন্তু এর টাস্কবার এর ডিজাইনের কারনে কিছুটা অসুবিধায় পরতে হতে পারে। যেমন মাঝে মাঝে এর এপ্পস গুলো ল্যাগ করে, কোন কারন ছাড়াই যা একটু অসুবিধার।
প্রগতিশীল, বৈচিত্র্যময় এবং দ্রুত সত্ত্বেও মাঝে মাঝে সাধারন কিছুর অভাবে কিছুটা ক্লান্তিকর মনে হতে পারে। যদিও এলজি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এই সমস্যা গুলো দ্রুত সমাধান করতে।
এছাড়াও আরও কিছু অপারেটিং সিস্টেম রয়েছে, যা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, যেমন রকু টিভি ওএস ব্যবহার করা হয় TCL, Sharp, Hisense, Haier টিভিতে। সব বিবেচনা করে এখন সহজেই বেছে নিতে পারেন আপনার পছন্দের স্মার্ট টিভি যেখানে ওএস এর দিকটাও মনে রাখতে হবে।
অথবা নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন Facebook পেজে
আমি শেয়াল পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় শেয়াল পন্ডিত,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।