চলছে ক্রিকেট সেজন Season আর ক্রিকেট খেলা আমরা সবাই কম বেসি সবাই পছনদ করে থাকি। প্রতিনিয়তই ক্রিকেট দুনইয়াতে প্রবেশ করছে চমকপ্রদ সব প্রযুক্তি।আজকে আমি ক্রিকেট প্রযুক্তির প্রধান তিনটি টপিকস নিয়ে কথা বলব।যেমন হট স্পট স্নিকও মিটার, হক আই। আসুনআমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানি। এখানে সংখিপ্ত বনর্ণনা করা আছে ৷ নিচে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বিবরণ দেওয়া আছে ৷
সহজ কথায় বলতে গেলে হট স্পট হচ্ছে ইনফ্রারেড Infrared radiation "IR", অথবা Electromagnetic Radiation "EMR" অথবা thermal effect or Infrared Thermography "IRT" ইমেজিং প্রক্রিয়া। আপনারা এখন বলতে পারেন ইনফ্রারেড ইমেজিং আবার কি? ইনফ্রারেড ইমেজিং এমন একটি প্রক্রিয়া যার কারনে ব্যাটসম্যানের চারপাশের ইনভরমেনট এবং ব্যাটসম্যানকে কালো করে দেখায়।
আমরা অনেক সময় এসব টকনোলজি বে্বহার দেখে বিস্মিত হই এবং বলে থাকি এটা কিভাবে Possible স্নিক-ও-মিটার আসলে একটি সিম্পল মাইক্রোফোন। ছোট্ট এই মাইক্রোফোনটি রাখা হয় একটি স্টাম্পের সাথে।
হক আই প্রযুক্তির মেইন ফাংশন হল বলের ডিরেকসন নির্ধারণ করা। এই প্রযুক্তির প্রধান কাজ গুলো করে থাকে ছয়টি হাই স্পীড ভিশন ক্যামেরা।
ভিডিওটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন। আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম। আগামী টিউটোরিয়াল দেখতে চোখ রাখুন টেকটিউনস ডট কম ডট বিডি তে।
আমি পয়েন্ট জিরো সেকেন্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।