আজ আপনাদের দেখাব কিভাবে ঘড়ে বসে এবং হাতের কাছে জা আছে তা দিয়ে সাধারণ একটা স্পিকার বানাতে পারেন

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমি ও ভাল আছি আপনাদের দোয়াই। সবাইকে আমার সালাম দিয়ে আমার  টিউন শুরু করলাম। ভুল হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। বেশি কথা না বলে কাজের কথাই আশি।আজ আপনাদের দেখাব কিভাবে ঘরে বসে এবং হাতের কাছে যা আছে তা দিয়ে সাধারণ একটা স্পিকার বানাতে পারেন।আজ আপনাদের দেখাব কিভাবে ঘরে বসে এবং হাতের কাছে জা আছে তা দিয়ে সাধারণ একটা স্পিকার বানাতে পারেন। চলেন শুরু করি।

স্পিকার বানাতে যা যা লাগবে:

  • একটি মেগ্নেট (চুম্বক)
  • কিছু কয়েল বানানুর তার।
  • হেডফন এর জ্যাক।
  • আঠা লাগবে
Speaker
Speaker

প্রথমে আপনাকে কয়েল এর তার গুল করে পেচিয়ে চাকার মত করতে হবে পরে এই চাকা চুম্বক এর উপর আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। তার পর কয়েল থেকে যে ২টা তার বের হইছে তা জ্যাক এর মধ্যে লাগিয়ে দিতে হবে। বাস হয়ে গেল আপনার স্পিকার। আপনার কয়েল  জত বেশি পেচাবেন তত বেশি সাউন্ড হবে। আশা করি বুজতে পারছেন। তবু যদি বুজতে প্রবলেম হই তবে ভিডিও টি দেখতে পারেন।

Level 0

আমি আশিক আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস