আসসালামু আলাইকুম, সকল প্রশংশা আল্লাহ সুবহানাহু তায়ালার
টিটি তে আমার প্রথম টিউন, ইচ্ছে করে অনেক কিছু নিয়ে টিউন করতে, আজ থেকে শুরু করলাম ইনশাল্লাহ নিয়মিত টিউন করব। প্রথম টিউন বলে কথা, ভুল গুলো অবশ্যই ধরিয়ে দেবেন।
তো কথা না বারিয়ে শুরু করা যাক। কম্পিউটারের জীবনী,কেউ কি ভেবেছিল আগে আজ এমন হবে! কেউ কি জানতো এমন একটা যন্ত্র দিয়ে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আশা যাবে। যার উপর নির্ভর করবে শিক্ষা, অর্থনীতি, বিনোদন, স্বাস্থ্য, কর্ম সব সব। সবকিছু আজ বোকা বাক্সতে বন্দী। হা হা মজা করলাম, কিন্তু কথা সত্যি। চলুন দেখে নেই কম্পিউটার আবিস্কারের কথা, একদম ১০ম শতাব্দী থেকে।
ABACUS প্রথম যান্ত্রিক গণনা যন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। কাঠ দিয়ে বানানো যন্ত্র দিয়ে সহজে এবং দ্রুত গণনা কাজ সম্পাদনা করা ছাড়াও যোগ এবং বিয়োগ করার কাজে ব্যবহৃত হয়। এই ডিভাইসটি প্রথম ১০ম শতাব্দীর মধ্যে মিসরীয়রা সৃষ্ট করে। পরবর্তীতে এটা চীনা শিক্ষাবিদ দ্বারা ১২ শতাব্দীতে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এটিই ছিল সর্ব প্রথম কম্পিউটার বিকাশের যন্ত্র।
১৬১৭ সালে জন নেপিয়ার স্কটল্যান্ডে একটি গণনা যন্ত্র উদ্ভাবন করেন। যার নামকরন করা হয় Napier Bones নামে। Napier Bones যন্ত্রের মাধ্যমে যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি কাজ করা যেত।ধারণা করা হয় এটিই ছিল দ্বিতীয় কম্পিউটার বিকাশের যন্ত্র।
1642 সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইস প্যাসকেল একটি যন্ত্র আবিষ্কার করেন, যার মধ্যে গিয়ারের সাহায্য অঙ্ক করার কৌশল আবিষ্কার করেন।যা দিয়ে শুধু যোগ এর কাজ করা যেত।
১৬৭১ সালে, প্যাসকেল ক্যালকুলেটরের উন্নতি সাধন করেন গটফ্রিড লিবনিজ, লিবনিজ ক্যালকুলেটরের মাধ্যমে একটি মেশিন দিয়ে গুন ভাগ করে জটিল হিসাব সম্পাদনের কাজে ব্যবহার করা হতো।
১৮৩৩ সালে ইংল্যান্ডের একজন বিজ্ঞানী স্যার চার্লস ব্যবেজ এমন একটি মেশিন উদ্ভাবন করেন যা আমাদের তথ্য নিরাপদে রাখতে পারে এবং বিশ্লেষণাত্মক কাজ করতে পারে। যেখানে আজকের কম্পিউটার ভাষা ব্যবহার করা হয়েছে।
কম্পিউটার এর এই মহান আবিষ্কারের জন্য, স্যার চার্লস Babbage কে কম্পিউটারের জনক বলা হয়. মূলত আধুনিক কম্পিউটার এর যাত্রা এখান থেকেই শুরু।
আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আবার দেখা হবে.
আর টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি নিরাশ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অতি সাধারন মানুষ।
প্রকৃতপক্ষেই একটি সুন্দর টিউন। ভাল লাগল। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষাই রইলাম। প্রিয়তে নিলাম 🙂