সবাই সালাম জানিয়ে লিখা শুরু করছি।
২১/১২/২০১৬ - ১ঃ৪০ - সময়ে টেকটিউনস এ উঁকি দিতেই টিউনটি চোখে পড়ে।
টিউনটির লিংকঃ গুগল বিডি হ্যাক হয়েছে একটু আগেই
এটি সত্যিই একটা খারাপ সংবাদ :roll:। কেননা আমি বা আমার মত অনেকেই যারা গরিব বাংলা মায়ের কোলে বসে প্রযুক্তি নিয়ে চর্চা করছি তাদের শিক্ষাপ্রতিষ্ঠান শুধুই গুগল কোন সরকারী বা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নয়।
আর সেই শিক্ষাপ্রতিষ্ঠান যদি লাঞ্চিত (HACKED) হয় সেটা আমাদের সকলের কাছেই দুঃখজনক ঘটনা।তাও আবার পাকিস্তানিদের হাতে।
শুকুর করি স্রষ্টার যে এমনটি হয়নি। নিচে প্রমাণ দেখুন-
ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির প্রথম আলোকে জানান, শুধু ডটকম ডটবিডিসহ বেশ কয়েকটি সাইটে সমস্যা দেখা যায়। কারিগরি ভাষায় একে বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত, ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছিল না।
‘ডিএনএস ক্যাশ পয়জনিং’ হচ্ছে ডিএনএসে একধরনের আক্রমণ, যাতে ইন্টারনেট ট্রাফিক ভুয়া সাইটে চলে যায়।
বিটিসিএলের জনসংযোগ বিভাগের পরিচালক মীর মো. মোরশেদ প্রথম আলোকে বলেন, কিছুটা সমস্যা হয়েছিল। সেটি বিটিসিএলের কারিগরি দল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। বেলা দুইটার পর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না।
অবশ্য সুমন আহমেদ সাবির বলেন, এ ধরনের ঘটনার পর তা ঠিক করা হলেও এর প্রভাব (ইমপ্যাক্ট) চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত থাকে।
সূত্রঃ প্রথম আলো।
তবে এখনও বাংলাদেশ থেকে এখনও প্রবেশ করা যাচ্ছে না।
কিন্তু PROXY SERVER ব্যবহার করে এখনও www.google.com.bd ভিজিট করা যাচ্ছে
http://www.google.com.bd তে ঢুকুন এখান থেকে।
গুগল বিডি হ্যাক হয়েছে একটু আগেই টিউনটিতে আপলোড করা ছবি যা edit করে বানানো
এমনটা আমরাও পারি।
5 মিনিটিই যথেষ্ট। 😛 :-);-) 💡
সর্বশেষ এটাই বলতে চাই টেকটিউনসের মাধ্যমে যে "আমার শিক্ষাগুরুরা আমার শিক্ষাপ্রতিষ্ঠান যেন কখনও এমন লাঞ্চনার স্বীকার না হয়। দায়িত্ব আপনার হাতেই।"
পাশাপাশি আর একটি কথাও বলতে চাই যে, বাংলাদেশে প্রযুক্তি যেন দিন দিন ছেলের হাতের খেলনা হয়ে যাচ্ছে। আর ছেলেরা এ খেলনা ভাংয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অশিক্ষিতের এক দল টাকার লোভে ফেসবুক সহ পুরো প্রযুক্তি আকাশকে যেন বাজে চিত্র এর ছায়ায় ঢেকে দিচ্ছে।মনে রাখবেন মেঘের বৃষ্টির মত এগুলোও ঝরবে। তবে রক্তপুজ হয়ে। সেদিন যেন না আসে।
আমার পরিচয়:
এম, এ, কাফি
সহ-সম্পাদক জয়পুরহাট জেলা ছাত্রলীগ,বাংলােদশ ছাত্রলীগ
Facebook: M.a. Kafi
YouTube: Kafi Junior
আমি কাফি জুনিয়র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vy ami o screenshot nici. Deface page er.