আপনার ফোন দিয়েই এখন গাড়ি বা প্রয়োজনীয় বস্ত খুঁজে বের করুন

প্রকাশিত
জোসস করেছেন

আপনি কি কখনও পার্কিং লটে আপনার গাড়ী হারিয়েছেন? এটা হতেই পারে। আপনি গাড়ি পার্ক করে কেনাকাটা করার জন্য গেলেন, আর যখন ফিরে এলেন, আপনি মনে করতে পারছেন না আপনার গাড়ী কোথায়। হযতো আপনি কাছাকাছিই আছেন, কিন্ত গাড়ি খুঁজে পাচ্ছেন না, কি করবেন? বারবার আপনার গাড়ির চাবির উপর প্যানিক বাটন ক্লিক করবেন। এতে হয়তো এলার্ম বন্ধ হয়ে যাব। এটা হতাশাজনক হতে পারে, বিশেষ করে কোন গরম বা বৃষ্টির দিনে হলে তো আরও বিরক্তিকর হবে।

 

কিন্ত সমাধান কি; না, আপনি আপনার গাড়ির জন্য ট্র্যাকে রাখা একটি ব্যয়বহুল জিপিএস সিস্টেম ক্রয় করার প্রয়োজন হবে না। কেবল ছোট একটি ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে সহজেই আপনার গাড়ী ট্র্যাক করতে পারবেন। স্বল্প খরচে বাজারযাত করার লক্ষ্যে প্রযুক্তিবিদরা এ নিয়ে কাজ করছেন।

 

এ যন্ত্রটার নাম দেয়া হয়েছে ট্র্যাকার-ব্রাভো। এটি খুব সহজ, বিনামূল্যে TrackR অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফোনের সাহায্যেই আপনার গাড়ি ট্র্যাক করতে পারবেন।

 

আপনি আপনার ব্রিফকেস, মানিব্যাগ, আপনার সর্বশেষ কারিগরি গ্যাজেট এবং অন্য যেকোন কিছুর সাথে এটা সংযুক্ত করে হারানো বা খুঁজে  না পাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন। সেকেন্ডের মধ্যে আপনার অনুপস্থিত আইটেম সনাক্ত TrackR অ্যাপ্লিকেশন ব্যবহার করে জীবনকে আরও সহজ করে দেব।

এতে সময় ও টাকা দু’টোই সাশ্রয় হবে।

সত্যিই ইঞ্জিনিয়ারিং, সাইন্স ও টেকনোলজি জীবণকে সুন্দর করার কাজে অনেক সহায়ক।

 

Level 0

আমি ফজলুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

We share science, technology and idea.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনি আপনার টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের লিংক ইনলাইন লিংক করছেন এবং বারবার নিজের সাইটের লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করছেন। আপনার পূর্বের বেশ কিছু টিউনেও নীতিমালা ভঙ্গের একই বিষয় লক্ষ করা গিয়েছে। যা সম্পূর্ণ টেকটিউনস নীতিমালা পরিপন্থি।