কিছু প্রশ্ন ও তার উত্তর দেখে নিন, হয়ত উত্তর গুলা আপনার জানা নেই।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার উত্তর।
১)প্রশ্ন : ‘মোসাদ’ শব্দের অর্থ কী?
উত্তর : প্রতিষ্ঠান।
২)প্রশ্ন : ‘মোসাদ’ কোন ভাষার শব্দ?
উত্তর : হিব্রু।
৩)প্রশ্ন : ‘মোসাদ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর : ইসরাইল।
৪)প্রশ্ন : ‘রোয়ানু’ শব্দের অর্থ কী?
উত্তর : নারিকেলের ছোবড়ার তৈরি দড়ি।
৫)প্রশ্ন : ‘রোয়ানু’ কোন দেশি শব্দ?
উত্তর : মালদ্বীপ।
৬)প্রশ্ন : সাম্প্রতিক আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর : রোয়ানু।
৭)‘Custom’ শব্দের পরিভাষা কোনটি
যথার্থ?
উত্তরঃ প্রথা
৮)চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
উত্তরঃমেরু বিন্দুতে
৯)দেশে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি? (৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)
উত্তরঃ১৩,৮৬১ টি
১০)কোন দেশ পশম রপ্তানীতে শীর্ষে?
উত্তরঃঅস্ট্রেলিয়া
১১)বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন?
উত্তরঃকৃত্তিবাস
১২)প্রশ্ন: জীব বিজ্ঞানের জনক কে ?
উত্তরঃএরিস্টটল
১৩)প্রশ্ন: সবচেয়ে বড় কোষ কোনটি ?
উত্তরঃউট পাখির ডিম
১৪)প্রশ্ন: তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?
উত্তরঃকেঁচো
১৫)প্রশ্ন: সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি ?
উত্তরঃতেলাপোকা
১৬)প্রশ্ন: প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
উত্তরঃমাইটোকন্ড্রিয়া
১৭)প্রশ্ন: বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে ?
উত্তরঃআল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে
১৮)প্রশ্ন: পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?
উত্তরঃবামন চিকা
১৯)প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কী ?
উত্তরঃকেজিন
২০)প্রশ্ন: আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃটারটারিক অ্যাসিড

এই প্রশ্ন ও উত্তর উত্তর গুলো Online থেকে আপনাদের জন্য Collect করা হয়েছে।
যদি ভালো লাগে টিউমেন্ট করে জানাবেন।

 

আমার আগের টিউনটি হলোঃ

কিভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন।বাংলা ভিডিও টিউটোরিয়াল

কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে Delete করবেন। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে যেকোনো ভিডিও Cut/কাটবেন আপনার যতোটুকু প্রয়োজন Vlc Player দিয়ে। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে যেকোনো ফটোতে DSLR Effect দিবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে যেকোনো ভিডিও কে Mp3 ফাইল করবেন Vlc Player দিয়ে। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে ফেসবুক এ Blank/ফাঁকা স্ট্যাটাস টিউমেন্ট করবেন। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে যেকোনো মুভি তে Subtitles Add করবেন Vlc Player দিয়ে। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে ইউটিউব চ্যানেল এর জন্য Banner/Cover ফটো বানাবেন ফটোশপ ছাড়া। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে Gmail অ্যাকাউন্ট খুলবেন নাম্বার ছাড়া। ভিডিও টিউটোরিয়াল

লাইভ খেলা দেখা নিয়ে আর চিন্তা নয়।কিভাবে লাইভ টিভি দেখবেন অ্যান্ড্রয়েড দিয়ে ৩০ টির ও চ্যানেল বেশি চ্যানেল। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে যেকোনো মুভি এর Subtitles ডাউনলোড করবেন VLC প্লেয়ার দিয়ে। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ইমেইল এবং ফোন নাম্বার ছাড়া। ভিডিও টিউটোরিয়াল

কিভাবে ইন্টারনেট Save করবেন এবং ফ্রী তে Clash of Clans খেলবেন বাংলা ভিডিও টিউটোরিয়াল

কিভাবে Google Play Store থেকে Andorid এর Apps কম্পিউটার দিয়ে ডাউনলোড করবেন বাংলা ভিডিও টিউটোরিয়াল

ফেসবুক আইডি এর নাম Single করুন খুবই সহজে বাংলা ভিডিও টিউটোরিয়াল

Level New

আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস