ত্রিমাত্রিক দর্শন অভিজ্ঞতা টেলিভিশন এবং সিনেমা শিল্পে একটি নতুন বিপ্লব। বর্তমানে গেমিং এ এর ব্যপক ব্যবহার প্রসারিত হচ্ছে এবং গেমিং ডিভাইসে থ্রিডি প্রযুক্তি এনে দেয়েছে নতুন আবহ যা গেমারদের জন্য নি:সন্দেহে অতি আনন্দের বিষয়। ত্রিমাত্রিক সুবিধা পেতে ব্যবহার করতে হয় থ্রিডি গ্লাস ডিভাইস। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তিবলে এখন এই গ্লাসের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে এবং তার বদলে এসেছে ত্রিমাত্রিক এলসিডি ও এলইডি ডিসপ্লে। আমাদের অনেকেরই এই থ্রিডি চিত্র দর্শন অভিজ্ঞতা রয়েছে। আমরা কেউ কখনো কি জানার চেষ্টা করেছি, থ্রিডি চিত্র দর্শনে আমরা কিভাবে অনুভূত হই ? আসুন বিষয়টি বোঝার চেষ্টা করি-
মূলত মানুষের প্রাকৃতিক দর্শন প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই প্রযুক্তিটির অবতারণা হয়েছে আর এই প্রক্রিয়াটির প্রয়োগ করা হয় ত্রিমাত্রিক ডিভাইস সমূহে। বিষয়টি সহজে বোঝার জন্য খেয়াল করুন, মানুষের দুটি চোখের মধ্যে একটি নির্দিষ্ট দুরত্ব রয়েছে এবং এর গড় দুরত্ব তিন ইঞ্চি। প্রতিটি চোখের দর্শন কোণ এবং পটভূমি ভিন্ন। আমাদের মস্তিষ্ক দুই চোখের দৃষ্টিগত ভিন্ন পটভূমিকে এক করে নির্ণয় করে বস্তুর দূরত্ব এবং গভীরতা। যার কারণের আমরা এক চোখে সূক্ষ্ণ বস্তুর দূরত্ব এবং কোণ নির্ণয় করতে বিপাকে পড়ি, যেমন এক চোখে সূই এর ভিতর সূতা প্রবেশ করানো অথবা দুটি তর্জনীর মাথা এক করা কষ্টকর। যখন দৃষ্টি সম্বন্ধীয় বস্তু আমাদের চোখে ভিন্ন ভিন্ন দৃশ্য প্রদর্শন করে তখন আমাদের মস্তিষ্কে একধরণের ত্রিমাত্রিক আবহ তৈরী হয়। শুধুমাত্র বিশেষায়িত রঙিন ফিল্টার কাচ, প্রান্তীয় (কৌণিক) কাচ অথবা কপাটজাতীয় কাচ সংযোজিত দর্শন সম্বন্ধীয় ডিভাইস (থ্রিডি গ্লাস) পরিধান করে ত্রিমাত্রিক দৃশ্য যেমন, সিনেমা বা গেম উপভোগ করা যায়। ত্রিমাত্রিক প্রযুক্তিনির্ভর যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো এসকল বিশেষ কাচগুলো সরবরাহ করে থাকে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সমূহ তাদের ডিসপ্লে ডিভাইসের জন্য এই গ্লাসগুলো ব্যবহার করে থাকে।
এবার আসি আরো আধুনিক প্রযুক্তিতে, যেখানে থ্রিডি দৃশ্য উপভোগ করার জন্য গ্লাস পরিধান করার প্রয়োজন নেই । এটি থ্রিডি ভিউয়ারদের জন্য স্বস্তিদায়ক। বর্তমানে এজাতীয় লেন্সের উন্নয়ন হচ্ছে। এখানে যে বিশেষায়িত লেন্স (লেন্টিকুলার লেন্স) প্রয়োজন হয় তা ডিসপ্লে ডিভাইসে (মনিটর / টিভি) সংযুক্ত থাকে। লেন্টিকুলার লেন্স স্ক্রীণের দৃশ্যের সাথে সঠিক মাপে সারিবদ্ধভাবে বসানো হয়। তবে এই ডিসপ্লেগুলোতে থ্রিডি চিত্র দেখতে কিছু নিয়মাবলী মেনে দেখতে হয়, যেমন থ্রিডি ভিউ পেতে হলে আপনাকে স্ক্রীণ থেকে একটি নির্দিষ্ট কোণে এবং দূরত্বে অবস্থান করতে হবে তাছাড়া আরো অন্যান্য শর্তাবলী রয়েছে যা ডিসপ্লে ডিভাইসের ম্যানুয়ালে উল্লেখ করা থাকে। এর মধ্যে শার্প কোম্পানী থ্রিডি ডিসপ্লে তৈরী করেছে যা সমান্তরাল প্রতিবন্ধক বিশিষ্ট, এটি আলোর দিক/গতিবিধির উপর চিত্র প্রদর্শনের কৌশল নিয়ন্ত্রণ করে, এতে ত্রিমাত্রিক চিত্র প্রদর্শনের শর্তাবলী কিছুটা শিথিল হয় এবং আরো সহজে ত্রিমাত্রিক চিত্র উপভোগ করা যায়।
আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাই
সুন্দর টিউন ধনবাদ