সিম ২০টি নয় এক এনইডি-তে সিম থাকবে ৫ টি!!

সিম ২০টি নয় এক এনইডি-তে সিম থাকবে ৫ টি!!

এবার একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম ইস্যু (নিবন্ধন) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ২০টি সিম বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন গতকাল মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্য অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিম নিবন্ধনে যে কোনো জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধন করা যাবে, এর বেশি নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

সচিব বলেন, যারা পাঁচটির বেশি সিম নিবন্ধন করেছেন, তাদের অপারেটরদের মাধ্যমে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে ৫টির বেশি সিম রাখা যাবে না। গ্রাহক তার পছন্দমতো সিম রেখে দিবেন।

তিনি আরো বলেন, একই অপারেটরের ৫টি সিম বা ৫ অপারেটরের ৫টি সিম গ্রাহক রাখতে পারবেন, তা গ্রাহকের ব্যাপার।

প্রসঙ্গত, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রক্রিয়া শেষে গত জুন মাসের প্রথম দিকে ১১ কোটি ৬০ লাখের বেশি সিম নিবন্ধিত হয়।

তবে অনেকেই সরকারের এ ধরনের জটিল এবং কঠিন সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।  এ নিয়ে জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ফেসবুকে সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে ষ্টাটাস দিচ্ছেন।

Level 2

আমি মোস্তফা মোস্তাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আহ!!!!!!!!! মাত্র ৫টা অসম্ভব…………….আমার আর ১৫ টা সিমের কি হবে। আমার বন্ধ সিমের অফার এ সবের কি হবে??????? আমি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই

    হাহাহা। মাম্মা! কিচ্ছু করার নেই! :-/

আমার নামে। ১৮ টা সিম। আমি কি করব।আমরা জারা প্রযুক্তিবীদ তাদের পক্ষে এই টা অন্যায়

সরকার তো সব কিছুই ফ্রি তে পায় > তাইতো ওদের এত চুলকুনি >> জনগণ এর কথা ভাবলে এসব চুলকুনি মনে উঠতনা

    কিইবা করার আছে? বন্ধ করলে আপনার আমার কিছুই করার আছে?

ভাল সিদ্ধান্ত। তবে, যেকোনো সময় প্রিপেইড, পোষ্টপেইড এবং যেকোনো প্যাকেজ এ যাবার সুযোগ থাকলে ভালো হত। তাহলে একই নং পরিবর্তন করার দরকার হত না।