একজন সফল ব্লগ হওয়ার কৌশল।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একজন সলফ ব্লগার হাওয়া যায়।বাড়তি কোন আলোচনা করবো না। শুরুকরা যাক। বিস্তারিত নিন্মি আলোচনা করা হলো।

প্রথম ধাপ হচ্ছে আপনার ডোমেইন নির্বাচন করাঃ আপনি যে বিষয়ে ব্লগিং করতে চান সেই বিষয়ের উপর নির্ভর করে ডোমেইন কিনুন কারন ডোমেইন নামটা অনেক গুরুত্বপূর্ণ। ডোমেইন এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে হোষ্টিং। অনেক বিজ্ঞাপনে কমদামের হোষ্টিং পাওয়া যায়, সেগুলো থেকে বিরত থাকুন।

দ্বিতীয় ধাপ হচ্ছে ডেভেলোপমেন্ট: আপনি যে সাইটি তৈরি করতে যাচ্ছেন তার জন্য ভালোমানের ডিজাইন দরকার। আপনার মানমম্মত একটি ডিজাইন থাকলে সেটারপর গুরুত্বটা বেশি থাকে এবং আসানারুপ ভিজিটর পাওয়া যায়।

আপনার সাইটের মূল প্রাণ হচ্ছে ভিজিটর। ভিজিটর যদি সন্তুষ্ট না হয় তাহলে আপনি ব্যর্থ। আর সবচাইতে যেটি সবচাইতে গুরুত্ব সেটি হলো লোডিং স্পিড। আপনার সাইটে যদি লডিং স্পিড না থাকে তাহলে ভিজিটর সহজেই আপনার সাইটে ভিজিট করবেনা।

তৃতীয় ধাপ প্রচার প্রচারণা করা: আপনার সাইটে  গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচার প্রচারণ করা। আপনি চাইলে টাকার মাধ্যম্যে বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে পারেন। বর্তমানতো প্রচারের জন্য রয়েছে সোস্যাল নেটওয়ার্ক। যেমন ফেজবুক ফেনপেজ। আপনার যদি কোন বড় ধরনের ফেনপেজ থাকে তাহলেতো কোন কথাই নেই। আপনি ফেনপেজের মাধ্যমে লিংক শেয়ার করে প্রচার কাজ চালাতে পারবেন। আর সবচাইতে স্ট্যান্ডার প্রচার হচ্ছে SEO করা। আপনি SEO করে আপনার সাইটকে প্রচার করাতে পারবেন।

চতুর্থ ধাপ মানসম্পন্ন টিউন: আপনার সাইটে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো মানসম্মত টিউন। অর্থাৎ আপনার যে বিষয়ের উপর সাইটি তৈরি কারা তার উপর নির্ভর করে টিউন করুন। যেমন ধরুন: টেকনোলজি উপর সাইট তৈরি করা তাহলে আপনি টেকনোলজির উপর টিউন করুন আবার ধরুন স্বাস্থ্য বিষয়ের উপর সাইট তৈরি করা তাহলে আপনি স্বাস্থ্য বিষয়ের উপর টিউন করুন। আপনার সাইটে যত ভালোমানের টিউন হবে আপনি ভিজিটরও বেশি পাবেন।

গেষ্ট ব্লোগিং: আপনার সাইটে সবার মাঝে প্রচার কারার জন্য গেষ্ট ব্লোগিং গুরুত্বপূর্ণ। আপনার যে বিষয়ের উপর সাইট আপনি সেই বিষয়ের সাইট খুজে বের করে গেষ্ট ব্লগিং করতে পারেন। অথ্যাৎ আপনি অন্যের সাইটে লিখে সেই সাইটে আপনার লিংক শেয়ার করে দিবেন।

পুরষ্কারের ব্যবস্থাঃ আপনার সাইটে যাতে লেখা লেখি করে তার জন্য আপনি মাসিক একটি পুরষ্কারের ব্যবস্থা করুন। এতে করে আপনার সাইটে ব্লগারা লেখালেখি করতে আগ্রহী হবে।

বন্ধুরা আমি আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভালো থাকবেন। আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালো লাগলে বা সময় থাকলে ঘুরে আসতে পারেন আমার ওয়েব সাইট থেকে

আমার ওয়েব সাইট এখানে

 

Level 2

আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস