কখনো কখনো কারো একন্ত নিজের বলে কোন সম্পদই থাকে না, কিন্তু খরচ করার জন্য অফুরন্ত সুযোগ এসে যায়। যারা প্রকৃত পক্ষে ধনী তারা এই সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে স্পর্শ করে, অসম্ভবকে সম্ভব করে, অজানাকে সকলের মধ্যে পরিচিত করে তোলে, দূরত্ব বলে কিছু আছে তারা বিশ্বাস করতে চায় না, এরকম মানুষদের কাছে জীবনের অর্থ সুখ,দু:খ,হাসি কান্না,অনুভূতি,আবেগ এগুলোর থেকে আরো অনেক অনেক বেশি কিছু। আর তাইতো ওরা ভুলেই যায় টাকা নামক কিছু জিনিস পৃথিবীতে আছে যেটা সকলের জীবন ধারণের জন্য অপরিহার্য।
আজ NASA র কিছু ভিডিও দেখলাম, জীবন সম্পর্কে ধারণা পুরো বদলে গেলো।
পৃথিবীতে আরামপ্রিয় অনেক মানুষ আছেন, যারা পৈত্রিক সূত্রেই অঢেল সম্পদের মালিক হয়েছেন,জীবন পরিচালনা করার জন্য অভাবোধ কখনো এদের মধ্যে জাগ্রত হয়নি, তাই লেখাপড়া করা বা কাজ কর্ম করারও প্রয়োজন হয়নি। একসময় নিরবে নিভৃতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে।
কেউ কেউ আবার লেখাপড়া করেন, ভালো রেজাল্ট করেন ঐ আরামপ্রিয় মানুষটির মতো সম্পদ অার আরামপ্রিয় জীবন অর্জনের জন্য।
জীবনকে অর্থপূর্ণ করার জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নতুনকে জয় করার জন্য পাগলামি আর সীমাবদ্ধতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয় করার মতো সৎ সাহস থাকাই যথেষ্ট।
দেখ ভাই ওদের টাকার অভাব নেই, বাড়ি, গাডি ওসব ওদের ভরিভরি আছে, ঘরে সুন্দরী বউ রেখে, আদরের ছেলে মেয়েদের ফেলে রেখে, পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে ওরা অজানার বুকে পাড়ি দেয়।
যদি মিশন ব্যর্থ হয় মৃত্যু বার্ষিকী পালন করার জন্য দিন তারিখ পর্যন্ত কেউ জানতে পারবে না।
আর যদি বেঁচে থাকে তবে কি আর শান্তি আছে, পায়খানা করলেও নাকি শান্তি নেই। মাইক্রোগ্রাভিটির কারণে মল-মূত্র যেখানে শরীর থেকে বের হবে ওখানেই ভাসতে থাকে।
ওদের মত পাগল দুনিয়াতে কেউ আছে। হ্যা ঠিকই ধরেছেন নাসার বিজ্ঞানীদের কথা বলছি, যারা বিভিন্ন মিশনে অংশ নেয় বা ইন্টারনেশনাল স্পেস স্টেশন ISS এ মাসের পর মাস মাইক্রোগ্রাভিটির মধ্যে আরামহীন জীবন অতিবাহিত করে।
ওরা চাইলেই আমাদের মতো খোলা মাঠে সবুজ ঘাসের বিছানায় শুয়ে দূরের আকাশ দেখতে পারেনা। কয়েদিদের মতো ওদের বন্দী থাকতে হয়। কিন্তু এক অসাধারণ স্বাধীনতা ওদের। আমরা কখনো ওড়ার চেষ্টাই করি না ওরা উড়তে পারে। আকাশের কাছে গিয়ে থাকে। আমিও সুযোগ পেলে চলে যাবো শূন্য গ্রাভিটিতে, উড়ে বেড়াবো চারপাশে।
কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন। আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন,টিমওয়ার্ক করুন, নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।
আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা। শুভকামনা রইলো।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
আমি সব সময় আপনাদের সাথে ছায়ার মতো থাকি, আর বারবার স্বরূপে ফিরতে চাই, কিন্তু পারি না যে। তবে ভাই ফিরে আসবো বলেই হারাই, আবার ফিরে আসি। আসিতো …. শুভ কামনা রইলো ভাই 🙂
অসীম কুমার স্যার আমি একটা সমস্যায় পড়ছি আমায় একটু সাহায্য করবেন আমি কিছু দিন আগে আপনার android apps devlopment এর সব পার্ট গুলি dwonload করছি এবং android studio bundle software টা ইন্সটাল দিতে পারতে ছিনা ইন্সটাল দিতে গেলে একটা লেখা আসে একটা warning দিয়ে দুংখিত যে আমি এখানে স্কিনসর্ট টা দিতে পারতে ছিনা আমি গত দিনে সাহায্য চাওয়ার জন্য টেকটিউনস এ একটা পোস্ট করছিলাম সে খানে স্কিনসর্ট সহ দেওয়া অাছে যদি দয়া করে পোস্ট টা দেখে এসে আমায় একটু সাহায্য করতেন অনেক উপকার হত অসিম স্যার পোস্ট লিঙ্ক https://www.techtunes.io/help-ask/tune-id/433185
দয়া করে একটু দেখবেন স্যার এবং একটু সাহায্য করবেন কেমন
আমি আপনার সাহায্যার জন্যা অপেক্ষা করবো ফেইসবুকে আমি facebook.com/alinmehedih
Ooooo