আচ্ছা বলুনতো জর্জ এভারেষ্ট যার নামে সব্বোর্চ পর্বত সৃঙ্গের নামকরন করা হয়েছে তিনি কি এভারেষ্ট জয় করেছেন?
উত্তরটা কি না তাহলে তিনি এভারেষ্ট পরিমাপ করলেন কিভাবে?
উত্তর নেই
আসুন বলছি
আসলে একাজটি করতে তিনি গণিতের কিছু সুত্র ব্যবহার করেছেন ৷ প্রথমে তিনি জ্যামিতিক ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক ব্যবহার করেছেন ৷ তিনি এভারেষ্ট থেকে কিছু দুরে এর শীর্ষের উন্নতি কোণ নির্নয় করেছেন ৷ এরপর তিনি tan∅ = লম্ব /ভুমি সুত্র ব্যবহার করেছেন ৷ এখানে ভুমি তো তিনি সহজেই পরিমাপ করতে পারেন ৷ যেমন তিনি যদি দেখতেন 20 মিটার দুরে এর শীর্ষের উন্নতি কোণ 45° তবে তিনি সুত্রটি ব্যবহার করে
Tan∅= লম্ব /ভুমি
বা, tan45°= লম্ব/ 20
বা, 1= লম্ব/ 20
বা, লম্ব = 20 মিটার
তাহলে, পাহাড়ের উচ্চতা 20 মিটার
আরে কিভাবছেন পাহাড়ের উচ্চতা কি সত্তি 20 মিটার ৷ না ৷
আমি আনোয়ার হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম -মোঃ আনোয়ার হোসেন পিতার নাম-মোঃ আবু বকর ছিদ্দিক মাতার নাম-মোছাঃ আজিরন বেগম
আমি একেবারে নতুন টেকটিউনার ৷ মেনে নিচ্ছি অনেক ভুল আছে ৷ আমি যেন সংশোধিত হতে পারি এজন্য আমাকে পরামর্শ দিবেন ৷ দয়াকরে ৷