সবাই কে স্বাগতম,আসাকরি সবাই ভাল আছেন। আজকের টিউন টা একটু অন্য ধরনের তবে আসা করছি পরে মনে হবে না সময় নষ্ট করলেন।
শিক্ষাক্ষেত্রে মাথা নিয়ে কাজের জন্য ইন্টারনেটে তথ্য সংগ্রহ করতে গিয়ে এমন কিছু চোখে পড়লো সেটা সত্যিই চমকে দেওয়ার মত। আমরা এমন এক সমাজে আছি যেখানে সবকিছু আগে মাথা দিয়ে ভাবা হয় তারপর হৃদয় দিয়ে। আর মাথায় এক কথাই সমাজকে এগিয়ে নিয়ে যাই।
মাতৃগর্ভে মাথার আগেই হৃদয় তৈরি হয়। আর দেখা গেছে হৃদয়ের নিজস্ব বুদ্ধি আছে।
তবে তাদের জানা উচিত
তাই এক ব্যক্তির হৃদয় সংকেত (তড়িৎচুম্বকীয় ক্ষেত্র) অন্যের মস্তিষ্কের তরঙ্গ প্রভাবিত করতে পারে। আর যে কোন সিগনালের ক্ষেত্রে এটাই সবাভাবিক।
আর যখন দুজন পাশাপাশি থাকে তখন একজনের মস্তিস্ক একজনের হৃদয় দ্বারা প্রভাবিত হওয়াটা অস্বাভাবিক নয়।
তাহলে "সৎ সঙ্গে সৎ হতে মন চাই " কথা টা খাটি। আর টেকটিউনস কমিউনিটির মত সৎসঙ্গ পেলে তো কথাই নেই।
যদি কোন ভুল হয় অভিজ্ঞ রা সূদরে দেবেন।যদি কোন সাহায্য লাগে আমাই ফেসবুক এ যোগাযোগ করুন - http://www.fb.com/shiladittyapaul
আমি শিলাদিত্য পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ক্রিয়েটিভ শিরোনাম 🙂 কিন্তু ভেতরে মাক্কাল। আরও একটু বিস্তারিত লিখতে পারতেন।