হৃদয় বনাম মস্তিষ্ক (Naturally developed technology)

সবাই কে স্বাগতম,আসাকরি সবাই ভাল আছেন। আজকের টিউন টা একটু অন্য ধরনের তবে আসা করছি পরে মনে হবে না সময় নষ্ট করলেন।

শিক্ষাক্ষেত্রে মাথা নিয়ে কাজের জন্য ইন্টারনেটে তথ্য সংগ্রহ করতে গিয়ে এমন কিছু চোখে পড়লো সেটা সত্যিই চমকে দেওয়ার মত।  আমরা এমন এক সমাজে আছি যেখানে সবকিছু আগে মাথা দিয়ে ভাবা হয় তারপর হৃদয় দিয়ে। আর মাথায় এক কথাই সমাজকে এগিয়ে নিয়ে যাই।

কিন্তু যদি প্রশ্ন ওঠে হৃদয় বড় না মাথা কি উত্তর দেবেন ?

আমায় বললে আমি বলবো হৃদয়।

এখন প্রশ্ন উঠতে পারে কেন ?

কারন

মাতৃগর্ভে মাথার আগেই হৃদয় তৈরি হয়। আর দেখা গেছে হৃদয়ের নিজস্ব বুদ্ধি আছে।

এখন তর্কের খাতিরে কেউ যদি বলে ও বুদ্ধি আর কত টুকু মাথার তুলনাই নগণ্য।

তবে তাদের জানা উচিত

  • হার্টের তড়িৎক্ষেত্রের প্রসস্থতা মস্তিষ্ক দ্বারা উৎপন্ন বৈদ্যুতিক ক্রিয়াকলাপের ৬০ গুন বেশি।
  • হৃদয় দ্বারা উৎপাদিত চৌম্বকক্ষেত্র মস্তিষ্কের দ্বারা উৎপন্ন ক্ষেত্রের চেয়ে ৫০০০ গুণ বেশি।
  • হৃদয়ের এই তড়িৎচুম্বকিও শক্তি শুধু কোষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং চারপাশের সমস্ত দিকে সমান ভাবে প্রসারিত হয়।
  • এই ক্ষেত্র আমাদের অবস্থানের ৮-১০ ফুটের পর্যন্ত বিস্তার লাভ করে তবে সূক্ষ্ম পরিমাপে এর থেকে অনেক বেশি।

তাই এক ব্যক্তির হৃদয় সংকেত (তড়িৎচুম্বকীয় ক্ষেত্র) অন্যের মস্তিষ্কের তরঙ্গ প্রভাবিত করতে পারে। আর যে কোন সিগনালের ক্ষেত্রে এটাই সবাভাবিক।

আর যখন দুজন পাশাপাশি থাকে তখন একজনের মস্তিস্ক একজনের হৃদয় দ্বারা প্রভাবিত হওয়াটা অস্বাভাবিক নয়।

তাহলে "সৎ সঙ্গে সৎ হতে মন চাই " কথা টা খাটি। আর টেকটিউনস কমিউনিটির মত সৎসঙ্গ পেলে তো কথাই নেই।

তথ্য সূত্র -  Institute for HeartMath in California

যদি কোন ভুল হয়  অভিজ্ঞ রা সূদরে দেবেন।যদি কোন সাহায্য লাগে আমাই ফেসবুক এ যোগাযোগ করুন - http://www.fb.com/shiladittyapaul

Level 0

আমি শিলাদিত্য পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রিয়েটিভ শিরোনাম 🙂 কিন্তু ভেতরে মাক্কাল। আরও একটু বিস্তারিত লিখতে পারতেন।

valo valo, aro likhben

VERY NICE