আমরা বলি মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষই জানি না যে কিভাবে এই প্রসারণ ব্যাখ্যা করা যায়। এই ক্ষেত্রে ব্যবহার করা হয় 'ডপলার এফেক্ট'। ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। আচ্ছা, তুমি এবার শব্দ সম্পর্কে ভাব। শব্দ তরঙ্গ আকারে প্রবাহিত হয়। এবার একটা বিমানের কথা চিন্তা করা যাক। তুমি একটি যায়গায় দাঁড়িয়ে আছ এর দেখছ একটি বিমান তোমার দিকে আসছে। প্রথমে তুমি বিমানের একটি তীক্ষ্ণ আওয়াজ শুনতে পাবে এবং তা আস্তে আস্তে মোটা হতে থাকবে। যখন বিমান তোমাকে অতিক্রম করে চলে যাবে তুমি এখন ভোতা আওয়াজ শুনতে পারবে। এর কাড়ন হল, বিমান আমাদের দিকে যখন আসে তখন এর সামনে শব্দ তরঙ্গ সংকুচিত হয়ে উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করে আর এর পেছনে শব্দ তরঙ্গ প্রসারিত হয়ে নিম্ন কম্পাঙ্কের ভোতা শব্দ তৈরি করে।
আলোও তরঙ্গ মাধ্যমে প্রবাহিত হয় এবং এর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে থাকে। কোন কিছু যখন আমাদের দিকে আসে তখন তরঙ্গ সংকুচিত হয় এবং দূরে সরে গেলে তরঙ্গ প্রসারিত হয়। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য নীল আলোর থেকে বেশি। তাই কোন গতিশীল বস্তু নীল এফেক্ট দেখালে বুঝতে হবে বস্তুটি আমাদের দিকে আসছে আর লাল আলো দেখালে বুঝতে পারব যে বস্তুটি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।
আমাদের পৃথিবী থেকে দেখা যায় যে মহাবিশ্বের সকল বস্তু রেড শিফট। এ থেকে বুঝতে পারি সকল কিছু আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে।
আরও ভালভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখ...
অবদান:-
ভিডিও: Ask an Astronomer (all credit goes to them)
আইডিয়া: সাফায়াত আজাদ
কণ্ঠ ও এডিট: কামরুজ্জামান ইমন
ভিডিওটি ওমেগা প্রাইম কর্তৃক ডাবিং করে হয়েছে।
পূর্বে প্রকাশিতঃ http://alokbortika.org/
আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।শিক্ষা, ভ্রমন, তথ্য-প্রযুক্তি, ফ্রিল্যান্স বিষয়ক টিউনগুলো দেখতে ভিজিট করার আমন্ত্রন রইল http://bit.ly/1IN0ayt