Nuke Map:জেনে নিন কি হবে আপনার শহরে পারমাণবিক বোমা ফেললে

হ্যালো ভিজিটর,কেমন আছেন আপনারা?আশা করি ভাল।এতদিন ধরে টেকনোলজি এর রসকষহীন জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন,আজ আপনার জন্য ভিন্ন ধরণের টেক উপহার নিয়ে এসেছি।জেনে নিন কি হবে আপনার এলাকায় পারমাণবিক বোমা ফেললে (পারমাণবিক বোমা ফেলার সাথে সাথেই তো মরে যাবেন,জানবেন কখন? :-P)

পারমাণবিক বোমা কি?

পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। সে নিউক্লিয়ার বিক্রিয়া ফিসানের ফলে অথবা ফিসান ও ফিউশান উভয়েরই সংমিশ্রনেও সংঘটিত হতে পারে। উভয় বিক্রিয়ার কারণেই খুবই অল্প পরিমাণ পদার্থ থেকে বিশাল পরিমাণে শক্তি নির্গত হয়। আধুনিক এক হাজার কিলোগ্রামের একটি থার্মো-নিউক্লিয়ার অস্ত্রের বিস্ফোরন ক্ষমতা প্রচলিত প্রায় ১ বিলিয়ন কিলোগ্রামের প্রচণ্ড বিস্ফোরক দ্রব্যের চেয়েও বেশি। এভাবেই শুধুমাত্র প্রচলিত বোমার সমান আকারেই একটি পারমাণবিক বোমা দ্বারাই একটি সহরকে ধ্বংস করে দেয়া যায়। পারমাণবিক অস্ত্রকে ধরা হয় ব্যাপক ধ্বংসযজ্ঞের এক বোমা হিসেবে। একারণেই আন্তজার্তিক বিভিন্ন নিয়ম-নীতিমালা প্রণয়নে তাদের ব্যবহার ও নিয়ন্ত্রণ সবসময়ই একটি আলোকিত বিষয় হয়ে দাড়িয়েছে। (বিস্তারিত https://en.wikipedia.org/wiki/Nuclear_weapon)

আপনারা সবাই ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার ভয়াবহতা সম্পর্কে জানেন,বহু মানুষ এতে মারা গিয়েছিল।আপনার কখনো জানতে ইচ্ছা করে না যদি আপনার শহরে পারমাণবিক বোমা ফেলা হত,তবে কি হত?কেউ কেউ ভাবছেন আপনার শহর ধ্বংস হয়ে যাবে,আবার কেউ কেউ ভাববেন পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।কিন্তু সঠিক উত্তর কেউ জানেন না।আপনাদের এই উত্তর দেয়ার জন্য রয়েছে Nuke Map।

নিউক ম্যাপ কি?

পারমাণবিক বোমা বিশেষজ্ঞ আলেক্স ওয়েলারসস্তিন ২০১২ সালে এই ম্যাপ তৈরি করেন,যা এর আপনাদের পারমাণবিক বোমা ফেলার ইফেক্ট সম্পর্কে জানাবে।এটি গুগল ম্যাপস উপর ভিত্তি করে বানানো।এটি আপনাকে জানাবে দুনিয়ার প্রথম পারমাণবিক বোমা হতে পৃথিবীর সবচে বড় বোমা  50 megaton Tsar Bomb পৃথিবীর যেকোন স্থানে ফেললে কি হবে।আলেক্সা রেঙ্কিং এ 52,852 পজিশনে রয়েছে।

ওয়েবসাইটের লিঙ্ক http://nuclearsecrecy.com/nukemap/

দেখে নিন স্ক্রিনশট

এবং ঢাকায় ফেললে কি হবে দেখে নিন

ঢাকা তো উড়েই গেল!

আজ আর নয়।আরেকদিন আপনাদের সামনে ভিন্ন কিছু নিয়ে আসব।

টিউন পড়ার জন্য ধন্যবাদ।

(দয়া করে টিউন কপি করবেন না)

Level 0

আমি আরিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

পারমানবিক অস্ত্র নিয়ে সুন্দর একটা টিউন, তবে টিউনটি যে তোমার নিজের না সেটা বুঝতে পেরেছি। কেথা থেকে কপি করেছো…?

    আমি কপি করিনি।কালকে পিসিতে বসে বসে লিখেছি।সাধ্য থাকলে প্রমান দেখান।