মহাবিশ্বের সমাপ্তি সম্পর্কে এখন যে মতবাদ ধারনা করা হচ্ছে তা হলো, মহাবিশ্ব অসীম পর্যন্ত বিস্তৃত হতে থাকবে এবং এর মধ্যকার প্রতিটি নক্ষত্র, ব্লাকহোল, মেটার ইত্যাদি তাদের শক্তি নিঃশিষে করে বিলুপ্ত হতে থাকবে। এবং এক সময় মহাবিশ্ব একটি মৃত অন্ধকার নগরীতে পরিনত হবে। পদার্থ তার অস্তিত্ব হারিয়ে ফেলবে।
মহাবিশ্বে সৃষ্টির শুরুতে ভেঙ্গে পরেছিল চার মূল বলের একটি মহাকর্ষ বল। প্রকৃত পক্ষে সময়ের সাথে সাথে অন্যান্য বলগুলোও ভেঙ্গে পরবে যা হবে মহাবিশ্বের ধ্বংসের কারন।
যেমন ধরাযাক ব্ল্যাক হোলের কথা। ব্ল্যাক হলে প্রতি মুহুর্তে যদিও অসীম ভর টানছে তার চারপাশ থেকে। কিন্তু প্রতি মুহুর্তে ব্ল্যাক হল থেকে বেরিয়ে পড়ছে একটি করে কণিকা, যার হার অনেক কম। কিন্তু একসময় এই একটি কনিকা ছেড়ে বিলুপ্ত হবে ব্ল্যাক হল। সেরকমি মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি ধীরে ধীরে তাদর অস্তিত্ব হারিয়ে ফেলবে। প্রতিটি অনু পরমানু ভেঙ্গে যাবে। প্রতিটি কনিকা ভেঙ্গে বিলুপ্ত হবে শূন্যে আর মহাবিশ্বের পরিসমাপ্তি ঘটবে ।
আমি এস বি মেহদি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন জুতা চোর, প্রতি শুক্রবার আমি মসজিদ থেকে জুতা চোরি করি।
ইসস..এটা নিয়ে অবশ্য আমি একটা পোস্টের ভিতর লিখতে চেয়েছিলো যেটা ছিলো নিউট্রিনো আর মিউওনের ডিটেকশন নিয়ে। তবে যেহেতু আপনি লিখেই দিলেন সেহেতু ঐ পোস্টে আপনার এই পোস্টের একটা রেফারেন্স টেনে দেবো।
দারুন টপিকস!