আপনার জন্য সেরা অ্যান্ড্রয়েড মোবাইল কোনটা? এখন থেকে গুগল আপনাকে সেটা বলে দিবে।

আসসালামুআলাইকুম।আশা করি সবাই টেকটিউন পরিবারের সাথে ভালোই  আছেন।

আপনি যখন নতুন একটি অ্যান্ড্রয়েড মোবাইল কেনার কথা ভাবেন তখন হয়তো আমার মতোই কনফিউসড হয়ে পড়েন, কোনটা রেখে কোনটা কিনবো। একেতো বাজারে অনেক ব্র্যান্ডের ফোন তার উপর আপনার নানান রকমের চাহিদা।

ক্যামেরা হতে হবে এমন তো গেমিং পারফমেন্স হতে হবে তেমন। আবার ডিসপ্লে হতে হবে বড় সাথে লম্বা ব্যাটারি ব্যাকআপ। সব মিলিয়ে মনের মতোন একটি ফোন কেনা যেন কোন জুদ্ধে জেতার মতো অবস্থা হয়ে দাড়ায়।

তবে এখন থেকে যেন আর এতো কষ্ট করে নিজের পছন্দের ফোনটি খুঁজে বের করতে না হয় সে জন্য গুগল মামা আপনাদের জন্য নিয়ে এসেছে অসাধারন একটি গাইড টুলস।

 

নতুন এই টুলসটি ব্যবহার করে আপনি পারবেন নিজের ইচ্ছা মতোন ফোন খুঁজে বের করার সুবিধা। তো চলুন দেখি নতুন এই টুলসটি কিভাবে কাজ করে।

প্রথমে এই লিংকে যাবেন, এবার গুগল আপনাকে কিছু কমন প্রশ্ন করবে।   প্রশ্ন গুলো এমন হবে যেমন, আপনি কেমন ক্যামেরা পছন্দ, দিনের কতক্ষণ আপনি ওয়েব ব্রাউজ করেন, স্মার্টফোনে গান সুনতে কি পছন্দ করেন, ইত্যাদি এমন আরও অনেক   ধরনের প্রশ্ন থাকবে যেগুলোর সহজ উত্তর দেবার পর ফাইনালি গুগল আপনাকে বলে দিবে যে, আপনার জন্য বেস্ট ফোন কোনটা।

তবে দুঃখের বিষয় আমার জন্য যেই টা প্রিফার করছে  তা সাধ্যের বাইরে আপনাদের তা নাও হতে পারে।।try it  😥

Level 0

আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks Bro…

লেখার জন্য ধন্যবাদ